সুপার কাপ শুরু হতে না হতেই গোলের বন্যা বইয়ে দিলেন আনসুমানা ক্রোমা। ক্রোমা চার্চিল ব্রাদার্সের হয়ে খেলতে সুপার কাপে এসেছেন। মূলপর্বে ওঠার জন্য চার্চিলের খেলা ছিল রিয়েল কাশ্মীর এফসির বিপক্ষে। পায়ানাদ স্টেডিয়ামে সেই ম্যাচেই ৬-০ গোলে চার্চিল উড়িয়ে দিল রিয়েল কাশ্মীর এফসিকে। ক্রোমা একাই করলেন চার গোল।
আইলিগে কয়েকমাস আগেই তুল্যমূল্য লড়াই হয়েছিল। তবে কেরালায় সুপার কাপ খেলতে এসে পুরোপুরি অন্য চিত্র। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল চার্চিল। বিরতির পরেও অবস্থার কোনও বদল হয়নি।
ম্যাচের ছয় মিনিটেই রিয়েল কাশ্মীর গোলকিপার ইমরান আর্শাদ বক্সের মধ্যে ফাউল করে বসেছিলেন চার্চিলের অনিল রামাকে। এরপরে প্রাপ্ত পেনাল্টি থেকে প্ৰথম গোল করে যান উরুগুয়ান তারকা মার্টিন নিকোলাস শ্যাভেজ।
৩৫ মিনিটে কাশ্মীর আরও একবার পেনাল্টি কনসিড করে। বক্সের মধ্যে এবার কিংসলে ফার্নান্দেজকে ফাউল করেন কাশ্মীরের ক্যাপ্টেন জেস্টিন জর্জ। দ্বিতীয় পেনাল্টি থেকে নিজের প্ৰথম গোল করে যান ক্রোমা।বিরতির আগেই লাইবেরিয়ান তারকা হেডে ৩-০ করে যান।
৬০ মিনিটে শ্যাভেজের পাস থেকে ক্রোমা হ্যাটট্রিক করে যান। ঠিক তারপরের মিনিটেই তিনি ম্যাচে নিজের চতুর্থতম গোল করেন। সোলো রানে চার্চিল ডিফেন্সকে মাটিতে নামিয়ে ক্রোমা ৫-০ করে যান।
চার্চিলের হয়ে ষষ্ঠ গোল করেন তাঁদের উজবেকিস্তানের রিক্রুট সারদর জাখনভ। সুপার কাপের গ্রুপ-ডি'তে চার্চিল ব্রাদার্স মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড এবং চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে।
গত সিজনে টালিগঞ্জ অগ্রগামীর হয়ে কলকাতা লিগে খেলতে দেখা গিয়েছিল ক্রোমাকে। নতুন সিজনে চার্চিল ব্রাদার্স ঠিকানা হয়েছে লাইবেরিয়ার তারকাকে। আর গোয়ান দলটির হয়ে প্ৰথম ম্যাচে নেমেই ঝড় তুললেন তিনি।