অবশেষে বিশ্বমঞ্চেও খেলা হবে। স্পেন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই ঠিক ছিল। এবার আরও বড় আপডেট। স্পেন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন লা লিগা কর্তাদের সঙ্গে। এমনটাই জানা যাচ্ছে।
স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্তমানে লন্ডনে রয়েছেন মহারাজ। ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে কমার্স-এ গ্রাজুয়েট হয়েছেন কন্যা সারা। মেয়ের কনভোকেশনে হাজির থাকতে সৌরভ সস্ত্রীক গিয়েছেন লন্ডনে।
সেখান থেকেই মাদ্রিদে পাড়ি দেবেন তিনি। শুধু সৌরভ গঙ্গোপাধ্যায় নন। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের প্রতিনিধি হিসাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন দেবাশিস দত্ত, ইশতিয়াক আহমেদ রাজু। ইস্টবেঙ্গলের তরফে যাওয়ার কথা ছিল প্রণব দাশগুপ্ত-এর। তবে তিনি যেতে পারছেন না। ক্লাবের তরফে অন্য কেউ যাবেন। জানা যাচ্ছে, লাল-হলুদ ক্লাব সূত্রে। এছাড়াও একাধিক শিল্পপতিও মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন স্পেনে।
সবুজ মেরুন কর্তা দেবাশিস দত্ত ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে জানালেন, "আইএসএল জেতার পরে মুখ্যমন্ত্রী ক্লাব তাঁবুতে এসে বলেই দিয়েছিলেন, বাংলার ফুটবলকে বিশ্বমঞ্চে নিয়ে যাবেন তিনি। সেই লক্ষ্যেই নতুন উদ্যোগ নিচ্ছেন তিনি। স্পেন হল ফুটবলের দেশ। আর কলকাতা হল ফুটবলের মক্কা! এবার দুই জায়গার যুগলবন্দি হবে।"
সৌরভ এমনিতে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও ফুটবলের সঙ্গে কানেকশন নতুন কিছু নয়। এটিকের অন্যতম অংশীদার ছিলেন তিনি। ময়দানের দুই প্রধানের কর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। ইস্টবেঙ্গলের সঙ্গে একসময় ম্যান ইউ-এর যোগসূত্র স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। সেই সৌরভ এই ফুটবল-মঞ্চে যথার্থ পুরোহিতের ভূমিকা পালন করতে পারবেন বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
জানা যাচ্ছে যাওয়ার কথা ছিল সুনীল ছেত্রীরও। জাতীয় দলের সঙ্গে তিনি কিংস কাপেও খেলতে যাননি। সদ্য পিতা হয়েছেন তিনি। সদ্য প্রসবা স্ত্রীকে ফেলে তিনি স্পেনে যাচ্ছেন না।
লা লিগার তরফে টুইটারে যে পোস্ট করা হয়েছে, সেখানেই বলা হয়েছে, ১৪ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন লা লিগার কর্তারা।
জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবারই দুবাইয়ের ফ্লাইটে চাপবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ১৩ তারিখে মাদ্রিদের কানেকটিং ফ্লাইট। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার কথা কনফার্ম করে মহামেডান কর্তা রাজু আহমেদ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে বলেছেন, "স্পেন সফরে কী নিয়ে আলোচনা হবে, তা নিয়ে খুঁটিনাটি জানি না। তবে ঘটনা হল, শিল্পের পাশাপাশি ফুটবল নিয়েও জোর দেওয়া হচ্ছে। ফুটবল নিয়েও উন্নতি করা যায়। এতেও ভালো বিনিয়োগ সম্ভব। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।"
সবমিলিয়ে ফুটবলের মহাযজ্ঞ-এ স্পেনে কী কর্মকান্ড হয়, সেদিকে নজর থাকবে আগামীদিনে।