Advertisment

ভারত সেরাদের অভিনন্দন, আজ মোহনবাগান তাঁবুতে মমতা

মুখ্যমন্ত্রীকে অতীতেও বারবার দেখা গিয়েছে কলকাতার ছোট-বড় ক্লাবগুলোর পাশে দাঁড়াতে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bagan

জাতীয় ক্লাব মোহনবাগান ভারতসেরা। আইএসএল জিতেছে। এই খুশিতে আজ সোমবার মোহনবাগান তাঁবুতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি ভারতসেরা দলের সদস্যদের অভিনন্দন জানাবেন। তিন বছর পর বাংলায় আইএসএল ট্রফি ফিরল। শেষবার জিতেছিল অ্যাটলেটিকো দি কলকাতা। এবার জিতল মোহনবাগান। যার ফলে রীতিমতো উচ্ছ্বসিত সবুজ-মেরুন শিবির। উচ্ছ্বসিত তার অগণিত সদস্য ও সমর্থক।

Advertisment

বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে অতীতে বারবার দেখা গিয়েছে কলকাতার ছোট থেকে বড় ক্লাবগুলোর পাশে দাঁড়াতে। বিভিন্ন সময়ে তিনি রাজ্যের ক্লাবগুলোকে অনুদান দিয়েছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিকে বাংলার হয়ে রঞ্জি খেলার অনুমতি দিয়েছেন। পাশাপাশি, কলকাতা তিন প্রধানের উন্নতিতেও তিনি বরাবরই সাহায্য করেছেন। ইস্টবেঙ্গল ক্লাবে তিনি বিনিয়োগকারীর সমস্যা মেটাতে যেমন হস্তক্ষেপ করেছেন। তেমনই, তাঁর পরামর্শে কলকাতা দুই বড় ক্লাবে তৈরি হয়েছে স্পোর্টস লাইব্রেরি। এবার আইএসএল জয়ের পর অভিনন্দন জানাতে মোহনবাগান তাঁবুতে ছুটে যেতেও দেখা যাবে বাংলার ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রীকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ফাইনালে ওঠার পরই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। তখনই তিনি সবুজ-মেরুন কর্তাদের অভিনন্দন জানিয়েছিলেন। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে গোয়ায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, 'অরূপ, তুমি তো আগে দু'বার আইএসএল ফাইনাল দেখতে গিয়েছিলে। দু'বারই কলকাতা চ্যাম্পিয়ন হয়েছিল। এবারও যাও না। বাগানকে চ্যাম্পিয়ন করে নিয়ে এস।' সেইমতো শনিবার গোয়ায় ফাইনাল দেখতে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন- নোবেলজয়ী অমর্ত্য সেনকে উচ্ছেদের নোটিস পাঠাল বিশ্বভারতী, শান্তিনিকেতনে তুমুল শোরগোল

জয়ের পর বাগান শিবিরকে অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই রবিবার কলকাতায় ফিরেছেন বাগানের সদ্যজয়ী দলের সদস্যরা। এরপরই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে তিনি বাগানের তাঁবুতে যাবেন। ঠিক হয়েছে, আজ বেলা ১২টা নাগাদ নবান্নে যাওয়ার পথে একবার আইএসএল জয়ী দলের তাঁবুতে ঘুরে যাবেন। মোহনবাগান তাঁবুতে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা সামাজিক মাধ্যমে জানিয়েছেন মোহনবাগানের সহ-সভাপতি কুণাল ঘোষ।

Mamata Banerjee Kolkata Football Mohun Bagan
Advertisment