Advertisment

স্বপ্নার বাড়িতে সেগুন, হানা দিতেই অফিসারকে বদলি মমতার

স্বপ্নাকে নির্দোষ ঘোষণা করে বনদফতরের প্রতি ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এথলিটের বাড়িতে হানা দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্বপ্না বর্মণ

অবৈধভাবে নাকি সেগুন কাঠ মজুত করেছিলেন বাড়িতে। সেই কারণেই বনবিভাগের আধিকারিকরা হানা দিয়েছিল অর্জুন পুরস্কারপ্রাপ্ত স্বপ্না বর্মণের বাড়িতে। সেই কারণেই এবার বদলি করে দেওয়া হল বনবিভাগের এক আধিকারিককে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই কারণেই ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ প্রদর্শন করল স্থানীয় জনতা।

Advertisment

সংশ্লিষ্ট ঘটনায় স্বপ্না বর্মণকে ক্লিন চিট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে 'শাস্তি' স্বরূপ বদলি করে দেওয়া হয়েছে বৈকুণ্ঠপুর বনবিভাগের বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তকে। এর পরেই বিক্ষুব্ধ জনতা দফায় দফায় রাস্তা অবরোধ করতে থাকে। বনবিভাগের সেই অধিকারিককে স্বপদে ফিরিয়ে আনার জন্য গ্রামবাসীরা দাবি করতে থাকেন।

জলপাইগুড়ির পাটকারা এলাকায় বাংলার তারকা এথলিট স্বপ্না বর্মণের বাড়িতে চলতি মাসের ১৩ তারিখেই হানা দেয় সঞ্জয় দত্ত এন্ড কোং। বনবিভাগের সেই হানায় স্বপ্নার বাড়ি থেকে নাকি অবৈধ সেগুন কাঠ পাওয়া গিয়েছে, এমনটাই জানায় বনদফতর। আরো জানানো হয় সেগুন কাঠের কেনার কোনো নথি দেখাতে পারেননি স্বপ্না।

তবে এর পরেই আসরে নামেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তিনি স্বপ্নাকে নির্দোষ ঘোষণা করে বনদফতরের প্রতি ক্ষোভ উগরে দেন। এথলিটের বাড়িতে হানা দেওয়ার তীব্র নিন্দা করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, "স্বপ্না নিজের বাড়ি বানানোর জন্য সেগুন কাঠ কিনেছিল। রাজবংশী সম্প্রদায়ের একজন ভালো এথলিট ও। আমি ওঁকে সম্মান করি। বনদফতরের কিছু লোক আমাদের না জানিয়েই ওঁর বাড়িতে হানা দেয়। ওঁরা যদি আগে থেকে আমাদের জিজ্ঞাসা করত, তাহলে আমরা এই অনুমতি দিতাম না।"

প্রসঙ্গত, ২০১৮ সালে এশিয়ান গেমসে হেপটাথলন বিভাগে সোনা জেতেন স্বপ্না। ফোনে তারকার সঙ্গে কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি, এই ঘটনা দ্রুত নিষ্পত্তি করে ফেলা হবে। সূত্রের খবর, জলপাইগুড়ি তৃণমূল জেলা সভাপতি কৃষ্ণকুমার কল্যাণী স্বপ্নার বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।

Mamata Banerjee Swapna Burman
Advertisment