FIFA Football World Cup 2018, Colombia vs Japan: সারান্সকের মরদোভিয়া এরিনাতে বিশ্বকাপের অভিযান শুরু করছে কলম্বিয়া ও জাপান। চার বছর আগে ব্রাজিল বিশ্বকাপে চমকে দিয়েছিল ভালদেরামা-হিগুইতাদের দেশ। জেমস রডরিগেজের দুরন্ত পারফরম্যান্সে ভর করেই কলম্বিয়া কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গিয়েছিল। টুর্নামেন্টে ছ’গোল করে সোনার বুটও ছিনিয়ে নেন রডরিগেজ।
ব্রাজিল বিশ্বকাপে গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় মাঠে নামতে পারেননি কলম্বিয়ান গোল মেশিন রাদামেল ফালকাও। তাঁর অনুপস্থিতিতে সব লাইম লাইট একাই কেড়ে নেন রডরিগেজ। চার বছর পর ফের একবার সুযোগ এসেছে। প্রস্তুত ফালকাও। সে দেশে ‘এল টাইগ্রে’ (দ্য টাইগার) নামেই পরিচিত তিনি। এবার রডরিগেজ ও ফালকাও এই জোড়া ফলাই ব্যবহার করতে পারবেন কোচ জোসে পেকারম্যান।
আরও পড়ুন: FIFA Football World Cup: বিশ্বকাপের হাত ধরে ব্রাজিল-আর্জেন্তিনা ঘর করে বাগবাজারে
৩২ বছরের ফালকাও বিশ্বের হেভিওয়েট সব ক্লাবে খেলেছেন ঠিকই। কিন্তু আশ্চর্যজনক ভাবে একটাও বিশ্বকাপে অংশ নেননি তিনি। রাশিয়াই হতে চলেছে তার প্রথম বিশ্বকাপ। তিনি নিজের সেরাটা উজাড় করে দেবেন বলেই বিশ্বাস ফুটবলমহলের।
আজ কলম্বিয়ার সামনে জাপান। যারে শেষ তিনবারের চেষ্টাতেও হারাতে পারেনি কলম্বিয়াকে। উল্টে দু’বার হেরেছে ও একবার ড্র করেছে উপমহাদেশীয় দল জাপান কিন্তু এই টুর্নামেন্টে এবার আন্ডারডগ। সিঞ্জি কাগাওয়া ও কেইসুকে হন্ডার কাঁধেই সূর্যোদয়ের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার গুরুদায়িত্ব।