Colombia vs England Score FIFA World Cup 2018: ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের বদলা নেওয়া হল না আর কলম্বিয়ানদের। নকআউটের লড়াইয়ে শেষ পর্যন্ত থ্রি লায়ন্সদের কাছে হেরে রাশিয়া থেকে ঘরে ফেরার টিকিট কাটতে হল মিনাদের। অন্য়দিকে, বিশ্বকাপের টাইব্রেকারে প্রথমবার জিতে শেষ আটে নাম লিখিয়ে ফেললেন হ্য়ারি কেনরা।
এদিন ম্য়াচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে দেখাচ্ছিল গ্য়ারেথ সাউথগেটের ছেলেদের। ইংরেজদের টেক্কা দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন হোসে পেকেরমানের ছেলেরাও। খেলার প্রথমার্ধে তেমন কোনও উত্তেজক পরিস্থিতি তৈরি হয়নি। খেলার প্রথমার্ধে 'হ্য়ারি' কেন ঝড়ও সেভাবে চোখে পড়েনি। গোলশূন্য় ভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতিয়ার্ধে ৫৭ মিনিটের মাথায় পেনাল্টির সদ্ব্য়বহার করে গোল করেন হ্য়ারি। বিশ্বকাপে এ নিয়ে ৬টি গোল করে সোনার বুটের দৌড়ে এগিয়ে গেলেন ইংল্য়ান্ড অধিনায়ক।
কলম্বিয়াকে ১-০ গোলে পিছিয়ে রেখে ম্য়াচকে কার্যত যখন নিজেদের কব্জায় এনে ফেলেন থ্রি লায়ন্সরা, ঠিক তখনই শেষবেলায় গোল করে খেলার মোড় ঘুরিয়ে দেন মিনা। ৯৩ মিনিটের মাথায় গোল করে সমতা ফেরান কলম্বিয়ান ফুটবল তারকা মিনা। মিনার গোলের জেরে ১-১ স্কোর নিয়ে অতিরিক্ত সময়ে খেলা গড়ালেও কোনও ফয়সালা হয়নি। অগত্য়া পেনাল্টি শ্য়ুটআউটের সিদ্ধান্ত নেওয়া হয়। আর তাতেই প্রথমবার জিতে জয়ের হাসি হাসলেন ইংরেজরা।
Colombia vs England Score FIFA World Cup 2018: Read in English
2.21 AM: পেনাল্টি শ্য়ুটআউটে বাজিমাৎ ইংল্য়ান্ডের। টাইব্রেকারে ৪-৩ গোলে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে থ্রি লায়ন্সরা।
#ENG WIN ON PENALTIES! #COLENG // #WorldCup pic.twitter.com/qgXko4zLmX
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
2.19 AM: পেনাল্টি শ্য়ুটআউটে ইংল্য়ান্ড ৩, কলম্বিয়া ৩
2.17 AM: পেনাল্টি শ্য়ুটআউটে ইংল্য়ান্ড ২, কলম্বিয়া ২
2.16 AM: পেনাল্টি শ্য়ুটআউটে ১-০ গোলে এগিয়ে গেল কলম্বিয়া।
2.10 AM: টাইব্রেকার! অতিরিক্ত সময়ের খেলা শেষ, অমীমাংসিত ম্য়াচ, ইংল্য়ান্ড ১, কলম্বিয়া ১, অগ্নিপরীক্ষায় শামিল দুই গোলরক্ষক।
Extra time comes to an end without either side finding a winner. We'll need a penalty shootout to separate them.#threelions pic.twitter.com/CCeFvIlYi7
— England (@England) July 3, 2018
2.05 AM: অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা শেষের পথে, এখনও রফা হল না খেলার, ইংল্য়ান্ড ১, কলম্বিয়া ১
1.51 AM: অতিরিক্ত সময়ের খেলার হাফটাইমেও ফয়সালা হল না, খেলার ফল ১-১
Halfway through extra time, and it's still 1-1.#threelions pic.twitter.com/wzW7L2ExK0
— England (@England) July 3, 2018
1.28 AM: নাটকীয় ভাবে খেলা গড়াল অতিরিক্ত সময়ে, খেলার ফল ১-১
Another #WorldCup match, another last-minute goal to ruin our full-time graphic...#COL fans will not care about that, though!
Extra-time beckons in Moscow. #COLENG pic.twitter.com/7wfz0Z8GEf
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
1.26 AM: গোওওওলললল!!! শেষবেলায় ট্য়ুইস্ট, ৯২ মিনিটের মাথায় মিনার হাত ধরে ইংরেজদের বিরুদ্ধে গোল শোধ করল কলম্বিয়া, খেলার ফল ১-১
YERRY MINAAAAAAAAAAAAA!
HE DOES IT AGAIN!#COLENG 1-1#WorldCup pic.twitter.com/9tXdQ6WbHi
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
1.14 AM: অল্পের জন্য় গোল হাতছাড়া কলম্বিয়ানদের। ৮১ মিনিটের মাথায় খেলার ফল ইংল্য়ান্ড ১, কলম্বিয়া ০
1.06 AM: গোল করার পর উচ্ছ্বাস হ্য়ারি কেনের। খেলার ফল ইংল্য়ান্ড ১, কলম্বিয়া ০
This is @England's 66th #WorldCup match.
Make of that what you will...#COLENG 0-1 pic.twitter.com/79dB5wV8K9
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
12.49 AM: গোওওওওলললল!!! পেনাল্টিতে বাজিমাৎ হ্য়ারি কেনের। ৬টি গোল করে সোনার বুটের দৌড়ে এগোলেন কেন। ১-০ গোলে এগিয়ে গেলেন থ্রি লায়ন্সরা।
GOAL! @HKane converts and the #ThreeLions lead! ???? pic.twitter.com/Ii2ikcxbQ3
— England (@England) July 3, 2018
12.48 AM: পেনাল্টি! ইংল্য়ান্ডের জন্য় দারুণ সুযোগ। ৬নং গোল পেতে পারেন হ্য়ারিকেন।
Penalty to the #ThreeLions as @HKane is hauled to the ground! pic.twitter.com/VvCy0z8KxZ
— England (@England) July 3, 2018
12.37 AM: ক্যামেরাবন্দি ম্য়াচের টুকরো মুহূর্ত
12.25 AM: এ কী কাণ্ড!
????#threelions pic.twitter.com/F49KigCaqQ
— England (@England) July 3, 2018
12.20 AM: গোলশূন্য় ভাবে শেষ প্রথমার্ধের খেলা।
A fourth consecutive 0-0 half-time scoreline in the #WorldCup
Man, the knock-out stage is tense. #COLENG pic.twitter.com/s9LWkiYRGB
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
12.06 AM: থ্রি লায়ন্সদের গর্জন সামাল দিতে মরিয়া কলম্বিয়ানরাও। ৩৫ মিনিট পার, এখনও গোল পেল না স্পার্টক স্টেডিয়াম।
Turning into a bit of a battle out there, with the #ThreeLions giving as good as they get.
Ten minutes until the break, and still goalless in Moscow. pic.twitter.com/3JA3xUX5El
— England (@England) July 3, 2018
11:55 PM: ২৫ মিনিট পার, এখনও গোলশূন্য় ম্য়াচ। ১৫ মিনিটর মাথায় গোলের চেষ্টা কেনের, কিন্তু হল না গোল।
CLOSE! Harry Kane gets on the end of Trippier's cross but can't quite convert! pic.twitter.com/zlidmjijMo
— ITV Football (@itvfootball) July 3, 2018
11:40 PM: আক্রমণাত্মক ভঙ্গিতে হ্য়ারিকেনরা, পাল্টা কলম্বিয়ানরাও, ১০ মিনিটের শেষে এখনও গোলশূন্য় ম্য়াচ।
11:30 PM: কিক অফ! দু'দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর শুরু নকআউটের লড়াই।
11:25 PM: ইংরেজদের জন্য় সুখবর, চোটের গেরোয় মাঠের বাইরে কলম্বিয়ার আশা-আকঙ্খা হামেস।
ICYMI | Tonight's teams... ????#COLENG pic.twitter.com/ApPBX1E4lA
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
11:20 PM: ম্য়াচের আগে স্পার্টক স্টেডিয়াম ঘুরে দেখলেন ইংল্য়ান্ড কোচ গ্য়ারেথ সাউথগেট।
#ENG, including Gareth Southgate and under-21 coach Aidy Boothroyd, have been out for a walk around the Spartak Stadium, a pretty cosy venue which should host a fantastic atmosphere for this final Round of 16 tie.https://t.co/4rQPugMEhH#COLENG #WorldCup pic.twitter.com/vTDRRWeBWK
— Laure James, FIFA (@FIFAWorldCupENG) July 3, 2018
11:15 PM: দুই টিমের মস্কোতে আসার মুহূর্ত
The teams have arrived in Moscow!
Where are you watching #COLENG tonight?
???? https://t.co/xliHcxWvEO#WorldCup
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
11:09 PM: নকআউটের যুদ্ধে দুই দলের সৈনিকরা
TEAM NEWS | The teams are in for #COL and #ENG#COLENG // #WorldCup pic.twitter.com/mGBizd89rl
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 3, 2018
১৯৯০ ও ২০১৪ সালের পর এই নিয়ে তিনবার বিশ্বকাপের নকআউটে উঠেছে কলম্বিয়া। অন্য়দিকে শেষ ষোলোর ম্য়াচে ৬টির মধ্য়ে ৪টিতে জিতেছে ইংরেজরা।