/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/falcao-rodriguez.jpg)
ফ্যালকাও, হামেস রদ্রিগেজ
সুনীল ছেত্রী যুব স্তরে কানসাস সিটি এফসি, স্পোর্টিং সিপির বি দলের হয়ে খেলেছিলেন। ঈশান পান্ডিতা আবার স্প্যানিশ ক্লাব লোরকায় খেলে এসেছিলেন। ছেত্রী, পান্ডিতাদের সেই বিদেশে কেরিয়ারের শুরুর দিকে খেলারই ট্রেন্ড ফলো করছেন যুব তারকা অনিকেত ভারতী। ২০ বছরের তারকা ভারতীয় স্ট্রাইকার অনিকেত এবার খেলবেন কলম্বিয়ান লিগের জায়ান্ট সান্তা ফে এফসির হয়ে।
কলম্বিয়ান ফুটবলের অন্যতম সফলতম ক্লাব এই সান্তা ফে। ক্লাবের ক্যাবিনেটে রয়েছে ১৮ খেতাব। জিতেছে নয়বার জাতীয় লিগ চ্যাম্পিয়নশিপও। আন্তর্জাতিক পর্যায়ে কোপা সুদারিমেরিকানা, সুরুগা ব্যাঙ্ক চ্যাম্পিয়নশিপ, কোপা সিমোন বলিভার-এর খেতাবও জিতেছে সান্তা ফে।
কলম্বিয়ান ক্লাব ফুটবলের সেরা তিন সফল ক্লাবের অন্যতম এই সান্তা ফে। এই ক্লাবের হয়েই কার্লোস অপুনতে, হেক্টর গঞ্জালেজ, হাইমে সিলভা, হার্নান্দ তোভার, এডিসন মেন্ডেজ, কার্লোস ভালদেজ, কামিলো ভার্গাস-এর মত তারকারা কলম্বিয়ান জাতীয় দলের হয়ে বিশ্বকাপে খেলেছেন।
Aniket bharti signed for Columbian first division sante fe Deportivo 🇮🇳 pic.twitter.com/y3lNoOG0eW
— indian football (blue tigers army) (@indianfootballT) September 6, 2023
এমন নামি ক্লাবের হয়েই এবার খেলবেন অনিকেত ভারতী। ভারতের যুব দলের হয়ে ইতিমধ্যেই অংশ নিয়েছেন অনিকেত। এতদিন কলম্বিয়ান লিগে অর্শমার্স এফসির যুব দলের সেট আপে ছিলেন অনিকেত। দলের একমাত্র বিদেশি ফুটবলার হিসাবে চুক্তিবদ্ধ ছিলেন তিনি। কলম্বিয়ার যুব ফুটবলে সাড়া ফেলে দেওয়ার পর সান্তা ফে তরুণ ভারতীয় স্ট্রাইকারের সঙ্গে চুক্তি সম্পন্ন করে ফেলল।
অনিকেত এর আগে পোল্যান্ডের দ্বিতীয় ডিভিশনের ক্লাব নিক প্রুসকো, লেচিয়া গেনাক্স-এর হয়ে খেলেছেন। দীর্ঘদেহী, গোলের সামনে সুযোগসন্ধানী, পজিশনিং সেন্স অসাধারণ। সেই কারণেই কলম্বিয়ার বিখ্যাত ক্লাবে জায়গা করে নিলেন।
জন্ম ইতালির রোমে। প্রবাসী ভারতীয় দম্পতির সন্তান তিনি। অনিকেতের দাদা অভনীত ভারতী আবার গত বছর ছয়েক ধরেই বিদেশের লিগে চুটিয়ে খেলছেন। আইএসএল-এ কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলা অভনীত ভালোদালিদ যুব সেট আপের প্রোডাক্ট। বর্তমানে খেলছেন চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফকে বার্নসদর্ফ-এর হয়ে। এছাড়াও কিরগিজ প্রিমিয়ার লিগ, পানামার ফুটবলে খেলেছেন অভনীত।
হামেস রদ্রিগেজ, রাদামেল ফ্যালকাওয়ের দেশের ফুটবলে ছাপ ফেলতে পারবেন এই ভারতীয় ফরোয়ার্ড। সময়ই উত্তর দেবে।