Advertisment

ফকনার জানালেন তিনি গে নন, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া

এই প্রথমবার নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় সকলের শুভেচ্ছাবার্তায় ভেসে যান ফকনার। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার শন টেট, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার ও ব্রেট লি তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
James Faulkner denies reports he’s gay, Cricket Australia apologises for any ‘unintended offence’

ফকনার জানালেন তিনি গে নন, অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইল ক্রিকেট অস্ট্রেলিয়া (ছবি-টুইটার)

সোমবার রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেই বিতর্কে জড়ান জেমস ফকনার। গতকাল ২৯-এ পা দিয়েছেন অজি ফাস্টবোলার। জন্মদিনের ডিনার সেরেছিলেন মা ও বন্ধুর সঙ্গে। ডিনারের সেই ছবিতে ফকনার লেখেন, "মা ও বয়ফ্রেন্ডের সঙ্গে বার্থডে ডিনার করছি। একসঙ্গে পাঁচ বছর কাটিয়ে দিলাম।" এই পোস্টের পরেই সকলে ধরে নেন যে, ফকনার সমকামী অর্থাৎ গে।

Advertisment

এই প্রথমবার নিজের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলায় সকলের শুভেচ্ছাবার্তায় ভেসে যান ফকনার। এমনকি অস্ট্রেলিয়ার প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার শন টেট, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার ও ব্রেট লি তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন। একাধিক এলজিবিটি কমিউনিটিরও সমর্থন পান ফকনার। কিন্তু ঘটনাচক্রে ফকনার গে নন, এই ভুল বোঝাবুঝির ভাঙাতে তিনি মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেন যে, তিনি গে নন। ফকনার জন্মদিনের ডিনারে গিয়েছিলেন মা রোজলিন ক্যারল ফকনার ও বিজনেস পার্টনার রব জাবের সঙ্গে।

আরও পড়ুন: ওয়ার্নারের স্ত্রী’র বার্তায় মন গলল সোশালের

ফকনার এদিন লিখলেন, "গত রাতে আমার পোস্ট নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি গে নই। কিন্তু এলজিবিটি কমিউনিটির সমর্থন দেখে আমি মুগ্ধ। কখনও ভোলা উচিত নয়, ভালবাসার মানে শুধুই ভালবাসা। যাই হোক রব জাব আমার ভীষণ ভাল বন্ধু। গত রাতে বন্ধুত্বের পাঁচ বছর পূরণ করলাম আমার হাউস মেটের সঙ্গে। তবে সবার সমর্থন আমার ভাল লেগেছে।"

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে লেখা হয়, "ফকনার তাঁর বিজনেস পার্টনারের সঙ্গে প্রকৃত সম্পর্কের কথাই লিখেছে পোস্টে। তাঁরা বেস্ট ফ্রেন্ড ও পাঁচ বছর ধরে হাউস মেট। ওর সঙ্গে এ বিষয়ে কোনও কথা না বলেই অনেক রিপোর্ট বেরিয়েছে যে, ও সমকামী সম্পর্কে আবদ্ধ। কিন্তু জেমস এবং ক্রিকেট অস্ট্রেলিয়া এলজিবিকিউটিআই কমিউনিটিকে সমর্থন করে। তাদের আবেগের প্রতি শ্রদ্ধাশীল। ওর পোস্টের সঙ্গে এরকম কোনও সম্পর্ক নেই। যদিও এলজিবিটি কমিউনিটির সমর্থন অত্যন্ত পজিটিভ। ক্রিকেট অস্ট্রেলিয়া অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমাপ্রার্থী।"

ইংল্যান্ডের স্টিভেন ডেভিস একমাত্র প্রকাশ্যে বলেছিলেন তিনি গে। ২০১১ সালে একটি সাক্ষাৎকারে সেকথা বলেন তিনি। বাইশ গজে তিনিই একমাত্র স্বঘোষিত সমকামী ক্রিকেটার। যদিও জর্জ সেসিল এবং অ্যালান হ্যান্সফোর্ডও সমকামী ক্রিকেটার।

cricket Cricket Australia
Advertisment