ইউএফসি স্টার কনর ম্যাকগ্রেগর এখন পুলিশি হেফাজতে। গত বৃহস্পতিবার দলবল নিয়ে বাস ভাঙচুর করে খবরের শিরোনামে এসেছিলেন এই আইরিশ চ্যাম্পিয়ন ফাইটার। বছর উনত্রিশের ম্যাকগ্রেগর ইউএফসি ২২৩ মিডিয়া ইভেন্টে বার্কলে সেন্টারে তাণ্ডব চালানোর ঘটনায় অভিযুক্ত।ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যে, ম্যাকগ্রেগর হ্যান্ড ট্রাক ছুড়ে বাসের জানালার কাচ ভেঙে দিয়েছেন। এই বাসে এধাকিক ইউএফসি ফাইটাররা ছিলেন। এই ঘটনার জেরে সেদিনই ম্যাকগ্রেগরকে গ্রেফতার করা হয়।
এই ঘটনার জন্যই আগামী শনিবারের তিনটি পে-পার-ভিউ ম্যাচ তুলে নিতে বাধ্য হয়েছে ইউএফসি। লাইটওয়েটে মাইকেল চিয়েসা (১৪-৩) র সঙ্গে অ্যান্থনি পেটিসের ম্য়াচটি বাতিল হয়েছে। মুখে চোট পাওয়ার দরুন খেলতে পারবেন না মাইকেল। তাঁকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। অন্যদিকে ফ্লাইওয়েটে রে বর্গের (১১-৩) বাউট ছিল ব্র্যান্ডন মোরেনোর সঙ্গে। রে বর্গ চোখে আঘাত পেয়েছেন। এই দুজনেই বাসে ছিলেন। ম্যাকগ্রেগরের ঘটনাতেই তাঁরা আহত হন। এদেরসঙ্গেই ম্যাকগ্রেগরের সতীর্থ আরতেম লোবোভের (১৩-১৪-১) অ্যালেক্স কেকারেসের সঙ্গে লড়ার কথা ছিল। লোবোভ এই ঘটনায় জড়িয় থাকায় তাঁর ফাইটটিও বাতিল হয়েছে।
২০১৬-র নভেম্বরে শেষবার ইউএফসি-তে নেমেছিলেন ম্যাকগ্রেগর। গতবছর ২৬ অগাস্ট ফ্লয়েড মেওয়েদারের সঙ্গে বক্সিং ম্যাচে মুখোমুখি হয়েছিলেন তিনি। এই সপ্তাহে ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট ১৫৫ পাউন্ড চ্যাম্পিয়নশিপে তাঁকে নামতে দেননি। আগামী শনিবারের ম্যাচে ম্যাকগ্রেগরকে তিনি আশাও করেননি। আরতেম লোবোভের সঙ্গে ম্যাকগ্রেগরের এই সপ্তাহে নামার কথা ছিল। কিন্তু এখন মনে করা হচ্ছে যে, এই ঘটনার পর ম্যাকগ্রেগর ইউএফসি ভবিষ্য়ত রীতিমতো দোলাচলে।
ম্যাকগ্রেগর একবার ১৪৫ ও ১৫৫ পাউন্ডের লড়াইতে আটকে গিয়েছিলেন। বলেছিলেন তাঁর ইউএফসি-র মালিকানা চাই। ইউএফসি নয়, মেওয়াদের সঙ্গে লড়াই করেই ম্যাকগ্রেগর বিশাল ধনী হয়ে যান। যার ফলে আর ইউএফসি-তে তাঁকে নামতে হয়নি। এখন দেখার আদৌ ম্যাকগ্রেগর ফের ইউএফসি-তে নামতে পারেন কি না! মেওয়েদার ও ম্যাকগ্রেগরের লড়াই ছিল বিশ্বের সবচেয়ে দামি ফাইট। এবং মেওয়েদার ওই ম্যাচের পরেই অবসর নেন। শেষ ম্যাচে ম্যাকগ্রেগরকে ধরাশায়ী করেই রিং ছেড়েছিলেন তিনি। ম্য়াকগ্রেগরের ফ্যানেরা এখন ফের তাঁর রিংয়ে নামার অপেক্ষায় দিন গুনছে।