India flag controversy in Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভারতের পতাকা বিতর্ক! পাক স্টেডিয়ামে ঠাঁই হল না তেরঙার

India flag controversy in Champions Trophy: ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলবে। ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচ।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
India, Pakistan, ভারত, পাকিস্তান,

India vs Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে ভারত-পাক দুই দল (টুইটার)

India flag controversy in Champions Trophy: আর মাত্র ৪৮ ঘন্টা পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে যাবে। পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের পরেই ভারত-বাংলাদেশ ব্লকবাস্টার দ্বৈরথ। এমন মেগা টুর্নামেন্টের আগেই হঠাৎ করে ভারতের জাতীয় পতাকাকে বিয়ে বিতর্ক দানা বাঁধল। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করেই এক ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে যেখানে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে করাচির জাতীয় স্টেডিয়ামের ছাদে নেই অংশগ্রহণকারী দেশ হিসেবে ভারতীয় পতাকার উপস্থিতি। যদিও বিশ্বের বাকি দেশের পতাকার চিত্র দেখতে পাওয়া গিয়েছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় এমন ছবি ভাইরাল হওয়ার পরেই সমালোচনার মুখে পড়েছে আয়োজক দেশ পাকিস্তান। সমালোচনার মুখে ভারতীয় পতাকার অনুপস্থিতি নিয়ে মুখ খুলেছেন পিসিবি কর্তারাও। কেন নেই ভারতীয় পতাকা, ব্যাখ্যা দিতে গিয়ে পিসিবি কর্তারা বলেছেন, 'আইসিসির তরফে বলা হয়েছে ম্যাচের দিন স্টেডিয়ামে চার দেশের পতাকা উড়বে- আয়োজক দেশ পাকিস্তান, আইসিসি এবং ম্যাচে অংশগ্রহণকারী দুই দেশ।'

ভারতের একাধিক প্রচারমাধ্যমকে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পিসিবি কর্তা। সংবাদসংস্থা এআইএনকে যদিও এক এক পিসিবি কর্তা জানিয়েছেন, 'স্টেডিয়ামে এমন দলের পতাকাই রাখা হয়েছে যে দলগুলো এই ভেণুতে খেলতে আসবে। ভারত যেহেতু আসবে না, তাই ওদের পতাকা রাখা হয়নি।

ঘটনাচক্রে, চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ হিসেবে পাকিস্তানের নাম ঘোষণার পর থেকেই ভারত সরাসরি জানিয়েছে, পাক মুলুকে কোনওভাবেই পা রাখবে না ভারত।

Advertisment

সেই হিসেব মেনেই ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না। নিজেদের সমস্ত ম্যাচই খেলবে দুবাইয়ে। ১৯ তারিখ শুরু হয়ে যাচ্ছে টুর্নামেন্ট। প্রথম ম্যাচেই পাকিস্তান মুখোমুখি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

pakistan Champions Trophy Pakistan Cricket Indian Cricket Team Indian flag Pakistan Cricket Team Team-India Team India Pakistan Cricket Board (PCB)