ঘুষ নেওয়ার অপরাধে তিন বছরের সাজা ঘোষণা হল এশিয়া কাপ জয়ী কোচ সুভাষ ভৌমিকের। সোমবার আলিপুর আদালতে তাঁর সাজা ঘোষণা হয়। এর আগে ঘুষ কাণ্ডে তাঁকে দোষী সাব্য়স্ত করেন আদালত। কোচের বিরুদ্ধে দেড় লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল। হাতেনাতে ধরাও পড়েছিলেন ময়দানের ওই প্রাক্তন ফুটবলার। যদিও শেষমেশ অসুস্থতার কারণ দেখিয়ে এক লক্ষ টাকা ব্য়ক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি।
একসময়ের নজরকাড়া ফুটবলার পরবর্তীতে কোচ হিসাবেও প্রতিষ্ঠা পেয়েছিলেন। চাকরি করতেন আবগারি দপ্তরে। সিবিআই সূত্রের খবর, ২০০৫ সালে এক সংস্থার কাছে চার লক্ষ টাকা ঘুষ চেয়েছিলেন তিনি। তখন ওই সংস্থার পক্ষ থেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। সিবিআই আধিকারিকরা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও করার পরিকল্পনা করেন। যেখানে টাকা হস্তান্তর হওয়ার কথা ছিল সেই অফিসে সময়মত গিয়ে হাজির হন সুভাষ। আগেভাগেই ছড়িয়ে ছিটিয়ে ছিলেন সিবিআই কর্তারা। সিবিআই জানিয়েছে, ধরা পড়ার পরেও মারধর করে পালানোর চেষ্টা করেছিলেন সুভাষ, কিন্তু গ্রেপ্তারি এড়াতে পারেননি ময়দান কাঁপানো প্রাক্তন। বেশ কিছুদিন জেলও খেটেছিলেন তিনি।
সোমবার সাজা হলেও শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জামিন দেয় আদালত। আগামী ১৮ সেপ্টম্বরের মধ্য়ে তিনি এই রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আবদেন করতে পারবেন বলে জানা গিয়েছে।