কোপা আমেরিকার এবারের আসরে শুরুটা একেবারেই ভালো হয়নি লিওনেল মেসির আর্জেন্টিনার। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ০-২ গোলে হার। এরপর দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র। চাপ বাড়ছিল আর্জেন্টিনা শিবিরে। কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে শঙ্কায় পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। তবে শেষ পর্যন্ত সমর্থকদের চিন্তা দূর করে আজ সোমবার কাতারকে ২-০ গোলে হারিয়ে কোপার শেষ আটে জায়গা নিশ্চিত করলেন মেসিরা। আগামী শনিবার, ২৯ জুন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
তবে কাতারের বিরুদ্ধে ম্যাচ জিতলেও ফুটবলপ্রেমীদের মন ভরাতে পারেনি আর্জেন্টিনার খেলা। গোল পাননি মেসি। দুই অর্ধে একটি করে গোল করে আর্জেন্টিনা। মেসির ব্যর্থতা সামাল দেন মার্টিনেজ ও অ্যাগুয়েরো।
আরও পড়ুন
এদিন ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যেই প্রথম গোলটি করেন মার্টিনেজ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর ম্যাচের একেবারে শেষদিকে ৮২ মিনিটে গোল পান অ্যাগুয়েরো। মাঝের সময়টায় নিজেরা গোল না দিতে পারলেও কাতারের রক্ষণভাগ ছিল বেশ শক্ত।
কাতারের বিরুদ্ধে জয় পাওয়ায় লিগ পর্বের তিন ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৪। গ্রুপের অন্য ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারে প্যারাগুয়ে। ফলে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় কলম্বিয়া। অন্যদিকে গ্রুপে দ্বিতীয় হয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করল আর্জেন্টিনা। ঘটনা হল, নিজেদের খেলার মান উন্নত না করলে, মেসিদের শেষ চারে ওঠা মুশকিল।