১৫ জুন থেকে ব্রাজিলে শুরু হচ্ছে কোপা আমেরিকা। ঘরের মাঠেই এবার কোপা খেলতে পারবেন না নেইমার। দুঃস্বপ্ন যেন পিছু ছাড়ছে না নেইমার দ্য স্যান্টোস জুনিয়ারের। ধর্ষণের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতেই ফের একবার ভয়ঙ্কর সংবাদ তাঁর জন্য। কোপা আমেরিকায় থাকছেন না তিনি। কাতারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে চোট পাওয়ায় কোপা থেকেই ছিটকে গেলেন তিনি। যা শুনে ব্রাজিল সমর্থকদের মাথায় হাত!
প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময় অনুযায়ী) ঘরের মাঠে এস্তাদিও ন্যাসিওনাল দ্য ব্রাসিলিয়ায় কাতারের মুখোমুখি হয়েছিল তিতের ব্রাজিল। সেই ম্যাচে কাতারের ফুটবলারদের কড়া ট্যাকলে চোট পেয়ে ১৭ মিনিটেই মাঠ ছাড়েন তারকা ফুটবলার। আঘাত লাগার মুহূর্তেই বোঝা গিয়েছিল, মারাত্মক চোট পেয়েছেন পিএসজি-র তারকা। মেডিক্যাল স্টাফদের সহায়তায় পায়ে আইসপ্যাক জড়িয়ে চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর বাবা-ও।
খেলা শেষ হলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় নেইমারকে। পরে ব্রাজিলিয়ান ফুটবল সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নেইমারের ডান পায়ের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আঘাতের মাত্রা এতটাই সিরিয়াস যে কোপা শুরু হওয়ার আগে সেরে ওঠার জন্য পর্যাপ্ত কোনও সুযোগই নেই। খুব শীঘ্রই নেইমারের পরিবর্ত ফুটবলারের নাম ঘোষণা করে দেওয়া হবে।
ঘটনাচক্রে, ডান পায়ের পঞ্চম মেটাসারসালে চোট লাগায় দু-মাসের উপরে মাঠের বাইরে ছিলেন তিনি। গত সপ্তাহেই ইনজুরি কাটিয়ে প্রত্যাবর্তন ঘটেছিল তাঁর। তারপরেই এই চোট।