Advertisment

চিলির সোনালী প্রজন্মের স্বপ্নভঙ্গ, ৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

পোর্তো আলেগ্রেতে ইতিহাস লিখল পেরু। শেষ দু'বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল তারা। পেরু ৪৪ বছর পর কোপার ফাইনালে উঠল। ১৯৭৫ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। 

author-image
IE Bangla Web Desk
New Update
Copa America 2019: Peru stun defending champions Chile 3-0 to reach final

চিলির সোনালী প্রজন্মের স্বপ্নভঙ্গ, ৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

পেরু-৩ ( ফ্লোরেস ২১', যোতুন ৩৮' ও গুয়েরেরো ৯০+১')

Advertisment

চিলি-০ 

পোর্তো আলেগ্রেতে ইতিহাস লিখল পেরু। শেষ দু'বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠল তারা। আগামী রবিবার রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপার মেগাফাইনাল। টুর্নামেন্টের আয়োজক দেশ ও আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।

২০১৫-র পর ২০১৬ সালেও আর্জেন্তিনাকে হারিয়ে কোপা চ্যাম্পিয়ন হয়েছিল আর্তুরো ভিদাল ও অ্যালেক্সিস স্যাঞ্চেজরা। ট্রফি জয়ের হ্য়াটট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়েছিল চিলির সোনালী প্রজন্ম। কিন্তু তাঁদের স্বপ্ন ধুলিস্যাৎ করে পেরু ৪৪ বছর পর কোপার ফাইনালে উঠল। ১৯৭৫ সালে শেষবার চ্যাম্পিয়ন হয়েছিল পেরু। 

আরও পড়ুন: আর্জেন্তিনাকে হারিয়ে কোপার ফাইনালে ব্রাজিল

বৃহস্পতিবার ভারতীয় সময় সকালে শুরু হওয়া এই ম্য়াচের প্রথমার্ধেই দু'গোলে এগিয়ে গিয়েছিল পেরু। ম্য়াচের ২১ মিনিটে আন্দ্রে কারিলো হেড ধরে এডিসন ফ্লোরেস দুরন্ত ভলিতে গোলের খাতা খোলেন। বিরতির বাঁশি বাজার সাত মিনিট আগেই ব্য়বধান দ্বিগুণ করেন জোশিমার জোতুন। এবারও সেই কারিলোই গোল করানোর কারিগর। তাঁর ক্রস বুকে নামিয়ে অসাধারণ শটে গোল করেন জোশিমার। ম্য়াচের অতিরিক্ত সময় পাওলো গুয়েরেরো চিলির কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন। আগামী শনিবার সাওপাওলো-তে তৃতীয় স্থান নির্ধারক ম্য়াচে মেসির আর্জেন্তিনার বিরুদ্ধে নামবে চিলি।

১২ বছর পর ফের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। গত বুধবার সকালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্তিনা কে ২-০ গোলে হারিয়ে লাতিন আমেরিকার শ্রেষ্ঠ দলের শিরোপা ছিনিয়ে নেওয়ার ফাইনাল ল্যাপে চলে এসেছে জেসুস-ফার্মিনোরা।  ২০০৭ সালে শেষবার কোপার মুকুট উঠেছিল ব্রাজিলের মাথায়। এখন দেখার এবারও ব্রাজিল বাজিমাত করতে পারে কি না!

Football
Advertisment