আর্জেন্টিনা: ৩ (রড্রিগো দি পল, লাউতারো মার্টিনেজ, মেসি)
ইকুয়েডর: ০
হেসেখেলে সেমিফাইনালে পৌঁছে গেল আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে ৩-০ গোলে উড়িয়ে মেসির আর্জেন্টিনা শেষ চারে ওঠা নিশ্চিত করে ফেলল। আর কোপায় শেষ আটের লড়াইয়ে আর্জেন্টিনা সেই মেসি ময়। নিজে একটা গোল করলেন। বাকি দুটো গোলেও এসিস্ট তাঁর। সবমিলিয়ে ঝকঝকে মেসিকেই দেখা গেল গোয়ানিয়ার মাঠে।
প্রথমার্ধে মেসি গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেছিলেন। তবে বিরতির পাঁচ মিনিট আগেই মেসি দুর্ধর্ষ গোলের সুযোগ তৈরি করে দেন রদ্রিগো দি পলের জন্য। তারপর ম্যাচ শেষ হওয়ার ঠিক পাঁচ মিনিট আগে মেসি গোল করান লাউতারো মার্টিনেজকে দিয়ে।
আরো পড়ুন: ১০ জনের ব্রাজিলেই বাজিমাত! বাগে পেয়েও নেইমারদের হারাতে ব্যর্থ চিলি
দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা ফ্রি কিক পেলে, স্পট কিক থেকে মেসি নিজের ট্রেডমার্ক ভঙ্গিতে ম্যাচে নিজের একমাত্র গোল করে যান।
স্কোরলাইনের একপেশে ফলাফলে অবশ্য চাপা পড়ে গেল ইকুয়েডরের লড়াই। পেদ্রো হিকাপি লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরে ১০ জনের ইকুয়েডর সেয়ানে সেয়ানে লড়াই চালিয়ে গেল নীল সাদা জার্সি ধারীদের বিপক্ষে।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল আর্জেন্টিনা। শুরুতেই আর্জেন্টিনাকে প্রায় এগিয়ে দিয়েছিলেন লাউতারো মার্টিনেজ। আগুয়ান গোলরক্ষক হার্নান গালিন্দাজের ওপর দিয়ে বল চিপ করে তুলে দিয়েছিলেন। তবে সেই শট ব্লক করে দেন রবার্ট আরবলদিয়া। কিছুক্ষণ পরেই কর্ণার থেকে উড়ে আসা বলে মার্টিনেজের শট লক্ষভ্রষ্ট হয়।
তবে বিরতির আগেই গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন ছয়বারের ব্যালন ডি অরের মালিক মেসি। ইকুয়েডর ডিফেন্ডার কার্লোস গ্রূয়েইজো র ব্যাক পাস ধরে মেসি প্রায় গোল করে দিয়েছিলেন। তবে মেসি গোলকিপারকে একা পেয়েও শট পোস্টে মারেন।
বিরতির আগেই ইকুয়েডরও।গোল করে দিতে পারত। প্রথমার্ধের খেলা শেষের ঠিক সাত মিনিট আগে পার্ভিস ইস্টুপিয়ানের ক্রস ইনার ভ্যালেন্সিয়ার হেডে প্রায় জালে বল জড়িয়ে গিয়েছিল। এর ঠিক দু মিনিট পরেই মেসি দি পলকে দিয়ে ম্যাচের প্রথম গোল করিয়ে যান।
দ্বিতীয়ার্ধের একদম শেষ লগ্নে ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ গোল করে ইকুয়েডরের যাবতীয় প্ৰতিরোধ ভেঙে দেন মেসির পাস গোল করে।
অতিরিক্ত সময়ে বক্সের ঠিক বাইরে ডি মারিয়াকে ফাউল লড়ে লাল কার্ড দেখেন হিনকাপি। সেখান থেকেই ম্যাচের তৃতীয় গোল করে ইকুয়েডরের কফিনে শেষ পেরেক পুঁতে দেন স্বয়ং এলএম ১০।
মঙ্গলবার কোপার সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হবে কলম্বিয়ার বিরুদ্ধে। যারা এদিন আবার টাই ব্রেকার শ্যুট আউটে হাড়িয়ে দিল উরুগুয়েকে। মেসিরা খেলতে নামার ২৪ ঘন্টা আগেই প্রথম সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি পেরুর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন