আর্জেন্টিনা: ১ (মেসি)
চিলি: ১ (ভার্গাস)
সেই বাঁ পা। সেই ঐশ্বরিক ফ্রিকিক। আর গোল। রিও ডি জেনেইরোর ন্যাশনাল স্যান্টোস স্টেডিয়ামে ঝলমলে লিওনেল মেসিকে পাওয়া গেল। তবে দিনের শেষে হতাশ হয়েই আর্জেন্টিনাকে মাঠ ছাড়তে হল। মেসির দুরন্ত গোল সত্ত্বেও চিলির বিরুদ্ধে কোপার উদ্বোধনী ম্যাচে ১-১ গোলে ড্র করল আর্জেন্টিনা।
প্রথমার্ধেই মেসির দুরন্ত ফ্রিকিকে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। তবে দ্বিতীয়ার্ধে এদুয়ার্ড ভার্গাসের গোলে সমতা ফিরিয়ে দেয় চিলি। তার আগে আর্তুরো ভিদালের পেনাল্টি বাঁচিয়ে দেন আর্জেন্টিনা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ম্যাচ শুরুর আগে দিয়েগো মারাদোনাকে শ্রদ্ধা জানানো হয় রিও ডি জেনেইরোর নেলসন স্যান্টোস স্টেডিয়ামে। যদিও অতিমারীর কথা ভেবে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হয়।
আরো পড়ুন: এরিকসেনের জন্য মাঠেই হাউহাউ কান্না! ব্লাউন্ডের সঙ্গে কাঁদল দর্শকরাও
ম্যাচ শুরুর আট মিনিটের মধ্যেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। নিকোলাস তাগলিয়াফিকোর কাছ থেকে বল পেয়ে ক্যাপ্টেন মেসিকে পাস বাড়িয়েছিলেন। তবে মেসির ভলি লক্ষ্যভ্রষ্ট হয়। শুরু থেকেই একের পর এক আক্রমণ শানাতে থাকে আর্জেন্টিনা। কিছুক্ষণ পরেই জিওভানি লো সেলসোর দুরন্ত ক্রস কাজে লাগাতে পারেননি লাউতারো মার্টিনেজ। গঞ্জালেজ এদিন বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন। মেসির কর্ণার থেকে হোক বা লো সেলসোর পাস থেকে একের পর সুযোগ নষ্টের প্রদর্শনী জারি রাখেন তিনি।
এমন একের পর এক গোল নষ্টের মধ্যেই মেসি দলকে এগিয়ে দেন ৩৩ মিনিটে। ২৫ গজ দূর থেকে বাঁ পায়ের বাঁকানো শটে মেসি পরাস্ত করেন চিলি গোলকিপার ক্লদিও ব্র্যাভোকে। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ব্র্যাভো। মেসির গোলের কিছুক্ষণের মধ্যেই ২-০ করে ফেলার সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। মন্টিয়েল দারুণভাবে পাস বাড়িয়েছিলেন মার্টিনেজের উদ্দেশ্যে। তবে এবারেও বল বাইরে পাঠিয়ে দেন তিনি।
বিরতির পর চিলি অনেক বেশি জমাটিভাবে খেলা শুরু করে। ভিদাল কার্যত একক প্ৰচেষ্টায় দলের হয়ে সমতা ফিরিয়ে দিয়েছিলেন। আর্জেন্টিনার গোলমুখী তাঁর শট পোস্টে লেগে ফিরে আসার পর হ্যান্ডবল করে বসেন তাগলিয়াফিকো। ভার প্রযুক্তিতে তা খতিয়ে দেখেই রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। তবে ভিদালের শট বাঁচিয়ে দেন আর্জেন্টিনা গোলরক্ষক। এর কিছুক্ষণের মধ্যেই ভার্গাসের সমতা ফিরিয়ে আনেন চিলির হয়ে।
এরপর বেশ কিছু সুযোগ পেলেও আর্জেন্টিনা কাজে লাগাতে পারেনি। ৭০মিনিটে মেসি বক্সের মধ্যে জায়গা করে নিয়েছিলেন। তবে তাঁর লো শট বাঁচিয়ে দেন ব্র্যাভো। এরপর আরও একবার সহজতম সুযোগ পান মার্টিনেজ। মেসি দুরন্তভাবে গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন। তবে মাত্র ৭ গজ দূর থেকে জালে বল জড়াতে পারেননি গঞ্জালেজ। এরপর একাধিকবার আক্রমণ শানিয়েও চিলির গোলমুখ খুলতে পারেনি নীল-সাদা জার্সির দেশ।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন