মঙ্গলবার সকালেই প্যারাগুয়ের বিরুদ্ধে খেলতে নামছে মেসির আর্জেন্টিনা। প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করার পরে দ্বিতীয় ম্যাচেই উরুগুয়েকে হারিয়ে জয়ে ফিরেছে আর্জেন্টিনা। এবার তৃতীয় ম্যাচে এস্টাডিও ন্যাশনাল দে ব্রাসিলেইরা স্টেডিয়ামে প্যারাগুয়ের মুখোমুখি লাতিন আমেরিকান জায়ান্টরা। টানা দুটো ম্যাচে জেতার জন্য আর্জেন্তিনীয়দের ভরসা সেই একমেবাদ্বিতীয়ম মেসি।
তবে প্যারাগুয়েকে মোটেই হালকাভাবে নিচ্ছেন না মেসিরা। কারণ আগের ম্যাচেই বলিভিয়ার বিপক্ষে ৩-১ জিতে আর্জেন্টিনার মোকাবিলা করতে নামবে তাঁরা। মঙ্গলবার প্যারাগুয়ে ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলবে আর্জেন্টিনা। উরুগুয়ে ম্যাচে জিওভানি লো সেলসোকে তুলে নিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। তাঁর জায়গায় মঙ্গলবার প্রথম একাদশে দেখা যেতে পারে এজেকুয়েল প্যালাসিওস অথবা লিয়েন্দ্র পারেদেসকে।
আরো পড়ুন: ১৪.২ সেকেন্ডে ৯২ মিটার দৌড়ে গোল! রোনাল্ডোর গোলে হার মানল বিজ্ঞানও, দেখুন ভিডিও
আর্জেন্টিনা গোলকিপার হিসাবে এমিলিয়ানো মার্টিনেজ চতুর্থ ম্যাচ খেলতে নেমে ক্লিন শিট রাখতে সাহায্য করেছেন। তিনি সম্ভবত প্যারাগুয়ে ম্যাচেও থাকবেন। এদিকে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ নাকি সের্জিও আগুয়েরোকে প্রথম একাদশে রাখেন কোচ স্কালোনি, সেটা দেখার।
কোপায় ২২ বারের সাক্ষাতে প্যারাগুয়ে একবারও আর্জেন্টিনাকে হারাতে পারেনি। তাছাড়া সব টুর্নামেন্ট মিলিয়ে আর্জেন্টিনা টানা ১৫ ম্যাচ অপরাজেয়। সেই রেকর্ড অক্ষুণ্ন রাখতে মরিয়া আর্জেন্টিনা। তবে মেসিদের ভাবাচ্ছে, অন্য এক পরিসংখ্যান। ২০১৫-র পর থেকে প্যারাগুয়েকে একবারও হারাতে পারেনি আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে মেসি। জাতীয় দলের হয়ে এতদিন সবথেকে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব ছিল জেভিয়ের মাসচেরানোর (১৪৭টি)। মঙ্গলবার ১৪৭তম ম্যাচই খেলতে নামছেন মেসি। রেকর্ড সংখ্যক ম্যাচে নতুন রেকর্ড গড়বেন মেসি? সেদিকেই নজর বিশ্বের।
কবে আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে (Argentina vs Paraguay) ম্যাচ?
কোপায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ ২১ জুন। তবে ভারতীয় সূচি অনুযায়ী এই ম্যাচ ২২ তারিখ।
কখন আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ শুরু হবে?
কোপায় আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার সকাল ৫.৩০-এ।
কোপায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ সোনি সিক্স চ্যানেলে (Sony Ten 2 SD & HD) সরাসরি সম্প্রচারিত হবে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে?
কোপায় আর্জেন্টিনা বনাম।প্যারাগুয়ে ম্যাচ Sony Liv- এ সরাসরি দেখা যাবে।
সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা- হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস একুনা, এজেকুয়েল প্যালাসিওস, লিয়েন্দ্র পারেদেস, এঞ্জেল দি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, সের্জিও আগুয়েরো
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন