ব্রাজিল টানা দু-ম্যাচে জিতে কোপায় অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে প্ৰথম ম্যাচেই চিলির বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে আর্জেন্টিনা। মেসির অবিশ্বাস্য ফ্রি কিকে গোল সত্ত্বেও ১-১ গোলে ম্যাচ শেষ করেছে আর্জেন্টিনা।
সেই ড্রয়ের রেশ কাটিয়ে আর্জেন্টিনা শনিবারই মাঠে নামছে। এবার প্রতিপক্ষ আর এক লাতিন আমেরিকান জায়ান্ট- উরুগুয়ে। উরুগুয়ে এবার কোপায় এখনো নামেনি। তবে প্রথম ম্যাচেই মেসির দলের মুখোমুখি তারা ব্রাসিলিয়ার এস্টাডিও ন্যাশনাল দে ব্রাসিলিয়া স্টেডিয়ামে। ব্যালান্সড দল নিয়ে এবার কোপা জেতার অন্যতম দাবিদার অস্কার তাবারেজের দল।
প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করার পরে আর্জেন্টিনা উরুগুয়ের বিপক্ষে সর্বস্ব উজাড় করতে জিততে মরিয়া থাকবে। চিলি ম্যাচে নিকোলাস গঞ্জালেজ একদমই ব্যর্থ। একের পর এক সুযোগ নষ্ট করেছেন। তার জায়গায় এবার প্রথম একাদশে দেখা যেতে পারে সের্জিও আগুয়েরোকে। আগুয়েরো-মেসি-লাউতারো মার্টিনেজ এই ত্রিফলা উরুগুয়ের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে। উরুগুয়ের বিপক্ষেই দলে ফিরতে দেখা যেতে পারে ক্রিশ্চিয়ান রোমেরোকে। রদ্রিগো ডি পল এবং লিয়েন্দ্র পারেদেস আগের ম্যাচেই ভালোই খেলেছিলেন।
আরো পড়ুন: পেরুকে ৪ গোলে উড়িয়ে দিল ব্রাজিল, অলিম্পিক স্কোয়াড থেকে বাদ নেইমার
উরুগুয়ে আবার ভরসা রাখছে তাদের বিশ্বখ্যাত দুই ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এবং এদিনসন কাভানির ওপর। সাসপেনশন কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন কাভানি। ডিফেন্সে থাকছেন যথারীতি দিয়েগো গডিন এবং হোসে জিমেনেজ। মিডফিল্ডে উরুগুয়ের ভরসা ফ্রেডরিকো ভালভার্ডে এবং লুকাস টেরেইরা।
কবে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে (Argentina vs Uruguay) ম্যাচ?
কোপায় আর্জেন্টিনা বনাম চিলি ম্যাচ ১৮ জুন। তবে ভারতীয় সূচি অনুযায়ী এই ম্যাচ ১৯ তারিখ।
কখন আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ শুরু হবে?
কোপায় আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী শনিবার সকাল ৫.৩০-এ।
কোপায় আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ সোনি সিক্স চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কোন ওটিটি প্ল্যাটফর্মে লাইভ দেখা যাবে?
কোপায় আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ Sony Liv- এ সরাসরি দেখা যাবে।
সম্ভাব্য একাদশ:
আর্জেন্টিনা- হুয়ান ফয়েথ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস একুনা, জিওভানি লো সেলসো, লিয়েন্দ্র পারেদেস, এঞ্জেল দি মারিয়া, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, সের্জিও আগুয়েরো
উরুগুয়ে- ফার্নান্দো মুসলেরা, জিওভানি গঞ্জালেজ, হোসে জিমেনেজ, দিয়েগো গডিন, মার্টিন ক্যাসেরাস, নাহিতান নান্দেজ, লুকাস টোরেইরা, ফ্রেডেরিকো ভালভার্ডে, জোনাথন রদ্রিগেজ, লুইস সুয়ারেজ এবং এদিনসন কাভানি
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন