/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/ban-usa.jpg)
USA shocks Bangladesh: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল ইউএসএ (টুইটার)
বাংলাদেশ: ১৫৩/৬
মার্কিন যুক্তরাষ্ট্র: ১৫৬/৫
USA vs BAN 1st t20: বিশ্বকাপে খেলতে নামার আগেই লজ্জার মুখে পড়ল বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজের প্ৰথম ম্যাচেই হার হজম করল পূর্ণ শক্তির বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নবাগত ইউএসএ এই নিয়ে নিজেদের স্বল্প ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার কোনও টেস্ট খেলিয়ে দেশকে হারাল। এর আগে আয়ারল্যান্ডকে হারিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছিল। তারপর এল বাংলাদেশের বিরুদ্ধে ঐতিহাসিক জয়। বাংলাদেশের ১৫৪ রানের টার্গেট ইউএসএ চেজ করল হাতে ৫ উইকেট নিয়ে।
হাউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট ক্লাব কমপ্লেক্সে খেলতে নেমে বাংলাদেশ কখনই স্বচ্ছন্দ ছিল না। টসে জিতে ইউএসএ বাংলাদেশকে ব্যাট করতে পাঠিয়েছিল। আর টাইগাররা ৬৮/৪ হয়ে গিয়ে প্রবল বিপদে পড়ে যায়। লিটন দাস (১৫ বলে ১৪), সৌম্য সরকার (১৩ বলে ২০), সাকিব আল হাসান (৬), নাজমুল হোসেন শান্ত-র (৩) মত তারকারা ব্যাট হাতে ব্যর্থ হন।
What a win! USA win the first T20i by 5 wickets! 🤩
Stay tuned for the next match on May 23rd! 🏏#USAvBAN#WeAreUSACricket 🇺🇸 pic.twitter.com/qNXcOhjo6u— USA Cricket (@usacricket) May 21, 2024
টাইগাররা স্কোরবোর্ডে দেড়শ তুলে দেয় মাহমুদুল্লাহ রিয়াদ (২২ বলে ৩১) এবং তৌহিদ হৃদয়ের (৪৭ বলে ৫৮) সৌজন্যে। বাংলাদেশের ১৫৪ রানের টার্গেট চেজ করতে কোনও সমস্যাই হয়নি ইউএসএ-র। পাঁচ বল বাকি থাকতে হাতে পাঁচ উইকেট নিয়েই লক্ষ্যে পৌঁছে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। নিউজিল্যান্ডের হয়ে খেলা কোরি আন্ডারসন এবারের বিশ্বকাপে খেলবেন ইউএসএ-র হয়ে। বিশ্বকাপের আগে আগাম ফর্মের জানান দিয়ে গেলেন চাপের মুখে অনভিজ্ঞ ব্যাটিং লাইনআপকে নেতৃত্ব দিয়ে। ২৫ বলে দুরন্ত ৩৪ করে যান আন্ডারসন। তাঁর দোসর হিসাবে আবির্ভূত হন ভারতের হয়ে যুব বিশ্বকাপ খেলা হরমিত সিং। ঘরোয়া ক্রিকেটে মুম্বইয়ের এই তারকা অতীতে রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন। তিনি এদিন ১৩ বলে ৩৩ রানের ঝড় তোলা ইনিংস খেললেন।
রান চেজ করতে নেমে ভালোই চলছিল ইউএসএ ইনিংস। তবে ১৫ তম ওভারের শেষে মার্কিন যুক্তরাষ্ট্র ৯৪/৫ হয়ে গিয়েছিল। সেখান থেকে কোরি আন্ডারসন-হরমিত সিং জুটি দলকে দারুণ হয় এনে দেন। ২৮ বলে দুজনে অবিচ্ছেদ্য ৬৪ রান যোগ করে ইউএসএ-কে জিতিয়ে দেন। কোরি-হরমিত ছাড়াও ইউএসএ-র হয়ে অলরাউন্ড পারফর্ম করে যান স্টিভেন টেলর। বল হাতে যেমন ২ উইকেট নেন। তেমন ব্যাট হাতে ওপেন করতে নেমে মূল্যবান ২২ করে যান।
বৃহস্পতিবার এবং শনিবার সিরিজের বাকি দুই টি২০ খেলবে দুই দল। ইউএসএ আর একটি ম্যাচ জিতলেই সিরিজ দখল করে ফেলবে।