Advertisment

কোভিড থাবা এবার অলিম্পিকে, শুরুর আগেই চরম আতঙ্ক

সূচনার বাকি আর মাত্র ৬ দিন। তার আগেই চরম আতঙ্ক গেমস ভিলেজে।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid 19 cases in tokyo olympics

আগামী সপ্তাহেই শুরু হচ্ছে অলিম্পিক গেমস।

এবার টোকিও অলিম্পিকে করোনার কাঁটা। পরের সপ্তাহেই শুরু হচ্ছে অলিম্পিক গেমস। কিন্তু তার আগেই গেমস ভিলেজেই হদিশ মিলল কোভিড পজিটিভের। যা ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। উদ্বিগ্ন আয়োজকরা।

Advertisment

শনিবার টোকিও অলিম্পিকের সিইও তোশিরো মুটো অলিম্পিকে প্রথম করোনা সংক্রমণের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্ক্রিনিং করার সময় এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। অলিম্পিকে আয়োজনের উদ্দেশ্যে ওই ব্যক্তি টোকিওতে এসেছেন। তবে, সংক্রমিতের নাম ও নাগরিকত্ব প্রকাশ করা হয়নি।

গত দেড় বছর ধরে বিশ্বজুড়ে কোভিডের প্রকোপ জারি রয়েছে। ফলে পিছিয়ে যায় ২০২০ সালের টোকিও অলিম্পিক। তবে, করোনা সংক্রমণের হার কিছুটা কমতেই এ বছর অলিম্পিক আয়োজন চূড়ান্ত হয়। অলিম্পিকের সূচনা হতে আর মাত্র বাকি ৬ দিন। দর্শকশূন্য স্টেডিয়ামে কঠার বিধি মেনেই গেমস আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus Tokyo Olympics
Advertisment