করোনার গ্রাসে গোটা বিশ্ব। বিপর্যস্ত ক্রীড়া ইভেন্টগুলি। এর মধ্যেই শুক্রবার শচীন তেন্ডুলকর ব্যক্তিগত উদ্যোগে ৫০ লক্ষ টাকা দান করলেন করোনা তহবিলে। যে করোনার গ্রাসে ইতিমধ্যেই ১৭জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। বিশ্বে বিপর্যয় নেমে এসেছে। ২৪ হাজারেরও বেশি লোকের প্রাণ গিয়েছে।
শচীনের এই দান ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে সর্বোচ্চ। এর আগে অনেক ক্রীড়াবিদই নিজেদের বেতনের অংশ দান করেছেন। ভয়ঙ্কর এই ভাইরাস রুখতে অনেকেই আবার চিকিৎসার সরঞ্জামও দান করেছেন। সংবাদসংস্থা পিটিআইকে শচীন ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, "করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে শচীন ২৫ লক্ষ টাকা করে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। এটা ওঁর ব্যক্তিগত সিদ্ধান্ত।"
এর আগে একাধিকবার শচীন সমাজসেবার কাজে এগিয়ে এসেছেন। অনেকক্ষেত্রে তিনি নিজেই সংবাদমাধ্যমের নজর এড়িয়ে সেবামূলক কাজ করেছেন।
শচীন ছাড়া করোনা মোকাবিলায় এর আগে ক্রিকেটারদের মধ্যে এগিয়ে এসেছেন পাঠান ভাইয়েরা। বরোদা পুলিশ ও স্বাস্থ্য দফতরের কাছে ৪০০ মাস্ক তুলে দিয়েছেন ইরফান ও ইউসুফ। পাশাপাশি পুণের এক স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ধোনি এক লক্ষ টাকা দান করেছেন। অন্যান্য ক্রীড়াবিদদের মধ্যে কুস্তিবিদ বজরং পুনিয়া, স্প্রিন্টার হিমা দাস নিজেদের বেতন তুলে দিয়েছেন করোনা মোকাবিলার জন্য। গোটা দেশে আপাতত ২১ দিনের লকডাউন জারি রয়েছে।