Advertisment

৩৪ বছর পর প্রতিশোধ, মেসির দেশকে ফুটবলে হারিয়ে ইতিহাস ভারতের

১৯৮৪ সালে তৃতীয় নেহরু কাপে খেলেছিল ভারত-আর্জেন্তিনা। ফুটবলের মক্কা কলকাতাতেই হয়েছিল ম্যাচটা। সেবার আর্জেন্তিনা ১-০ গোলে জিতেছিল। ৩৪ বছর পর প্রতিশোধ নিল ভারত।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

৩৪ বছর পর প্রতিশোধ, মেসির দেশকে ফুটবলে হারিয়ে ইতিহাস ভারতের

মেসির দেশকে ফুটবলে হারিয়ে ইতিহাস লিখল ভারতের ছোটরা। সোমবার স্পেনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ কোটিফ কাপে তারা আর্জেন্তিনাকে হারিয়ে দিল। ইন্ডিয়া কোল্টস জিতল ২-১ গোলে। ফ্লয়েড পিন্টোর টিমের নিঃসন্দেহে এটা বড় জয়, ঐতিহাসিকও বটে। এদিন ১০ জনে খেলেই অনূর্ধ্ব-২০-র ছ’বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে ভারত।

Advertisment

আরও পড়ুন: ফের বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রী

দীপক ট্যাংরির গোলে ম্যাচের চার মিনিটেই এগিয়ে যায় ভারত। এরপর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে অনিকেল যাদব লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এরপর ৬৮ মিনিটে ভারতের হয়ে ব্যবধান বাড়ান আনোয়ার আলি। ৭২ মিনিটে আর্জেন্তিনা এক গোল শোধ করে। ম্যাচের অতিরিক্ত সময় আর্জেন্তিনার একটা গোলমুখী প্রয়াস ক্রসবারে লেগে প্রতিহত হয়। শেষ পর্যন্ত হাসি মুখেই মাঠ ছাড়ে ভারতের ছোটরা।

ম্যাচের আট জন ফুটবলারই অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে খেলেছেন। এই জয়কে “ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় দিন’’ হিসেবেই ব্যাখ্যা করলেন পিন্টো। সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক আঙিনায় মুখোমুখি হল আর্জেন্তিনা-ভারত। এর আগে ১৯৮৪ সালে তৃতীয় নেহরু কাপে খেলেছিল দুই দল। ফুটবলের মক্কা কলকাতাতেই হয়েছিল ম্যাচটা। সেবার আর্জেন্তিনা ১-০ গোলে জিতেছিল। ৩৪ বছর পর প্রতিশোধ নিল ভারত।

India Argentina
Advertisment