Advertisment

Tree man during India's celebrations: কোহলিদের দেখতে গাছে সমর্থক, পরিশ্রম সার্থক এক নিমেশেই, রোহিত-বিরাট দর্শন নাকের ডগায়, দেখুন ভিডিও

T20 World Cup 2024: কোহলি-রোহিতদের একঝলক দেখার জন্য উত্তাল হয়ে উঠেছিলেন ক্রিকেট সমর্থকরা। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভারতের পতাকা সঙ্গে নিয়ে ভারতের বিশ্বকাপ জয়কে স্বাগত জানিয়েছেন সমর্থকরা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Team India fan

Team India fan: এই সমর্থকের পাগলামিতে তাজ্জব কোহলি-রোহিতরা (টুইটার)

Team India victory parade: বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই দেশে হাজির হয়ে সমর্থকদের পাগলামি প্রত্যক্ষ করলেন টিম ইন্ডিয়ার মহাতারকারা। হাজার হাজার ক্রিকেট সমর্থক ভারতীয় দলকে বরণ করে নেওয়ার জন্য মেরিন ড্রাইভে হাজির হয়েছিলেন। বৃহস্পতিবার দেশে ফেরার পর রোহিতরা জনজোয়ারে ভেসে গিয়েছেন।

Advertisment

কোহলি-রোহিতদের একঝলক দেখার জন্য উত্তাল হয়ে উঠেছিলেন ক্রিকেট সমর্থকরা। মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে ভারতের পতাকা সঙ্গে নিয়ে ভারতের বিশ্বকাপ জয়কে স্বাগত জানিয়েছেন সমর্থকরা।

বৃহস্পতিবার সাত সকালে চার্টার্ড ফ্লাইটে ভারত ক্যারিবীয় মুলুক থেকে দেশে পা রাখে। তারপর প্রধানমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ হয় গোটা দলের। নয়াদিল্লি থেকে এরপর রোহিতরা মুম্বইয়ে আসেন।

বিমানবন্দরেই হাজার হাজার সমর্থক ভারতীয় দলের জন্য অপেক্ষায় ছিলেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পর সমর্থকরা 'ইন্ডিয়া' 'ইন্ডিয়া' স্লোগানে ভরিয়ে তুলেছিলেন গোটা চত্ত্বর।

এরপরে হোটেলের বাইরেও প্রতীক্ষায় ছিলেন আরও কয়েক হাজার সমর্থক। শনিবার ফাইনাল জয়ের পরেই যে উদযাপন শুরু হয়েছিল। তা চালু থাকে বৃহস্পতিবারও। হোটেলে পৌঁছে ড্রামের তালেতালে ক্রিকেটারদেরও কোমর দোলাতে দেখা যায়।

আর খোলা বাসে বিজয় মিছিলের সময় সমর্থকদের পাগলামো সমস্ত সীমা ছাড়িয়ে যায়। ভক্তদের ভালবাসায় যখন কোহলি-রোহিত-হার্দিকরা আপ্লুত, সেই সময়েই অবাক করার মত ঘটনা ঘটে। বাস-ভ্রমণের সময় কোহলিই প্ৰথম বিষয়টি চাক্ষুস করেন। হাজারো হাজারো সমর্থকদের ভিড়ে কোহলিদের এক ঝলক দেখার কামনায় বিভোর হয়ে উঠেছিলেন সকলে। একবার দেখার তাড়নায় এক ভক্ত পাগলামির চূড়ায় পৌঁছলেন। গাছে উঠে পড়ে সেই সমর্থক কোহলিদের মোবাইল-বন্দি করতে ব্যস্ত ছিলেন।

ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওয় দেখা যায়, কোহলি সেই সমর্থকের কাণ্ড রোহিতের দৃষ্টি আকর্ষণ করেন। সঙ্গেসঙ্গেই অভিভাবকের ভঙ্গিতে রোহিত সেই সমর্থককে গাছ থেকে নেমে যাওয়ার নির্দেশ দেন। যা দেখে আবার হেসে গড়াগড়ি খান কোহলি।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন বেরিলের কারণে টিম ইন্ডিয়ার দেশে ফিরতে বিলম্ব হয়েছে। রুদ্ধশ্বাস লড়াইয়ে বিশ্বকাপ ফাইনালে ভারত হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। ১৩ বছর পর যে কোনও ধরণের ফরম্যাটে প্ৰথমবার বিশ্বকাপ জিতল ভারত। আইসিসি ট্রফি খরা কাটাতে ভারতের লেগে গিয়েছে দীর্ঘ ১১ বছর।

Virat Kohli Rohit Sharma Indian Cricket Team Indian Team T20 World Cup
Advertisment