সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চার দেশীয় ওয়ানডে সুপার সিরিজের ভাবনার তারিফ করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বিসিসিআই প্রেসিডেন্টের এই চিন্তাকে উদ্ভাবনী বলেই ব্য়াখ্য়া করলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস।
গত সপ্তাহেই সৌরভ ফাঁস করেছিলেন ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া সহ অন্য একটি শীর্ষসারির ক্রিকেট খেলিয়ে দেশকে নিয়ে ভারতে চার দেশীয় টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাঁর। ২০২১ থেকে এই সিরিজ চালু করার কথা ভাবছেন তিনি।
ইতিমধ্যেই এই নিয়ে ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে একপ্রস্থ আলোচনাও হয়ে গিয়েছে তাঁর রবার্টস ইএসপিএনক্রিকইনফোডটকম-এ বলছেন, “সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে প্রেসিডেন্ট হিসাবে পেয়ে বিসিসিআইয়ের চার দেশীয় টুর্নামেন্টের ভাবনা উদ্ভাবনী। সৌরভ কিন্তু খুব কম সময়ের মধ্য়েই ভারতে দিন-রাতের টেস্ট আয়োজন করেছে কলকাতায়। ফলাফলও দুর্দান্ত পেয়েছে। এবার ওর মাথায় সুপার সিরিজের ভাবনা এসেছে। যা অবশ্য়ই অভিনব।”
আরও পড়ুন-সৌরভের চার দেশের টুর্নামেন্ট ফ্লপ হবে, বলছেন লতিফ
অন্য়দিকে সৌরভের চার দেশীয় সিরিজের ভাবনা ফ্লপ হবে বলেই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা রশিদ লতিফ। সৌরভের এমন পরিকল্পনার এবার তীব্র বিরোধীতা করে রশিদ লতিফ নিজের ইউটিউব ভিডিওতে সাফ জানান, “এই সিরিজ আয়োজন করার মাধ্যমে আইসিসির অন্য সদস্য দেশগুলিকে বিচ্ছিন্ন করে দিতে চায় এই চার দেশ। যেটা মোটেই ক্রিকেটের পক্ষে ভাল খবর নয়। তবে আমার মতে, এই সিরিজ পুরোপুরি ফ্লপ হবে বিগ থ্রি ফর্মুলার মতো।”
ঘটনাচক্রে, প্রস্তাবিত এই সুপার সিরিজ নিয়ে আইসিসি-র সঙ্গেও সংঘাতের আবহ তৈরি হতে চলেছে। সদস্য দেশগুলিকে নিয়ে বিশ্ব পর্যায়ের ৫০ ওভারের একটি টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আইসিসিরও। তারই পালটা হিসেবে বিশ্ব ক্রিকেটের ‘বিগ থ্রি’ দেশ এই টুর্নামেন্ট খেলার পথে।