সিডনি টেস্টের সেই বিতর্কিত বর্ণবিদ্বেষের ঘটনা অবশেষে স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সরকারিভাবে স্বীকার করে অজি ক্রিকেট বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল, দোষী দর্শকদের শাস্তি দেওয়া হবে। দীর্ঘমেয়াদি ভিত্তিতে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হবে।
সিডনিতে তৃতীয় টেস্ট চলাকালীন বর্ণবৈষম্যের অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে ক্রিকেট মহলে। ফাইন লেগে ফিল্ডিং করার সময় মহম্মদ সিরাজকে লক্ষ্য করে অশালীন ভাষায় কিছু অজি সমর্থক গালিগালাজ করার অভিযোগ উঠেছিল। তারপরেই সিরাজ দলের সতীর্থদের পাশাপাশি দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল এবং পল উইলসনকে বিষয়টি জানান। তবে তখন সেই মদ্যপ সমর্থকরা চলে গিয়েছিলেন। দিনের শেষে সরকারিভাবে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল টিম ইন্ডিয়ার পক্ষ থেকে।
অভিযোগ জানানোর পরের দিনেই আরো একবার বর্ণবিদ্বেষমূলক মন্তব্য শুনতে হয় ক্রিকেটারদের। গাব্বাতেও প্রথম দিনে এই ঘটনা তাড়া করে বেরিয়েছিল টিম ইন্ডিয়াকে।
আরো পড়ুন: ধোনির ‘সতীর্থ’ বঙ্গ পেসারে নজর কেকেআরের! নিলামের লড়াইয়ে আরসিবি, কিংসরাও
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন