/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/australia.jpg)
Australia-One Day World Cup: একদিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দল (টুইটার)
Cricket Australia: 'অ্যালকোহল'-কাণ্ডে হাসপাতালে ছুটতে হল তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে। একটি অ্যালকোহল-কাণ্ডের পর তাঁকে হাসপাতালে ছুটতে হয়। এমনটাই জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী মাসে অস্ট্রেলিয়ার মাটিতেই ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অস্ট্রেলিয়া দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজে ম্যাক্সওয়েলকে দল থেকে বাদ দিয়েছে নির্বাচকমণ্ডলী। তবে, তার সঙ্গে এই অ্যালকোহল-কাণ্ডের কোনও যোগাযোগ নেই বলেই ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে।
অস্ট্রেলিয়ার সংবাদ সংস্থার মতে, গ্লেন ম্যাক্সওয়েল মেলবোর্ন স্টারসের বিবিএল ক্যাম্পেইন শেষ হওয়ার পর একটি সেলিব্রিটি গলফ ইভেন্টের জন্য অ্যাডিলেডে ছিলেন বলে জানা গেছে। তিনি একটি পাবে গিয়েছিলেন। সেখানে অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি তাঁর ব্যান্ড সিক্স অ্যান্ড আউটের সঙ্গে পারফর্ম করেন। ৩৫ বছর বয়সি ম্যাক্সওয়েলকে ওই পাবে যাওয়ার পরই রয়্যাল অ্যাডিলেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সংবাদ সংস্থার রিপোর্টে বলা হয়েছে, ম্যাক্সওয়েল অল্প সময়ের জন্য ওই হাসপাতালে ছিলেন। সেখানে তিনি রাত কাটাননি।
ঠিক কী কারণে ম্যাক্সওয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তা এখনও জানা যায়নি। সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, 'ক্রিকেট অস্ট্রেলিয়া সপ্তাহান্তে অ্যাডিলেডে গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে জড়িত ওই ঘটনা সম্পর্কে জানার পর আরও তথ্য চাইছে।' সংবাদ সংস্থার রিপোর্টে আরও বলা হয়েছে, ম্যাক্সওয়েল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজেও থাকছেন না। ওয়ান ডে-এর পর ওই টি-২০ সিরিজ হওয়ার কথা।
গত বছর ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় গলফ কার্ট থেকে পড়ে যাওয়ার সময় ম্যাক্সওয়েল চোট পান। তিনি ফিরে আসেন এবং অস্ট্রেলিয়ার একদিনের বিশ্বকাপ জয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। ম্যাক্সওয়েল আফগানিস্তানের বিরুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওডিআই ইনিংস খেলেছেন। ২৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া নয় ওভারে ৪৯/৪ এবং পরে সেটা গিয়ে ৯১/৭-এ পৌঁছয়। সেখান থেকে, ম্যাক্সওয়েল পাওয়ার-হিটিংয়ের একটি অবিশ্বাস্য খেলা খেলেন। অধিনায়ক প্যাট কামিন্সের সঙ্গে অষ্টম উইকেটে ২০২ রানের জুটি গড়ে তোলেন। ১২৮ বলে অপরাজিত ২০১ রান করেন। ম্যাক্সওয়েল ইনিংসের শেষ পর্যায়ে প্রায় সম্পূর্ণভাবে গুরুতর ক্র্যাম্প নিয়েই খেলেছিলেন। পা না সরিয়েই ছক্কা এবং চার মেরেছেন। সম্পূর্ণভাবে দৌড়তেও পারেননি। শেষ পর্যন্ত ওই ম্যাচে অস্ট্রেলিয়া তিন উইকেটে জয়ী হয়েছিল।