বিশ্বকাপের মাসেই কোহলিরা যাচ্ছেন অস্ট্রেলিয়া, বড় ঘোষণা

অক্টোবরে টি টোয়েন্টি সিরিজের পরে ভারত ফের একবার অস্ট্রেলিয়া যাবে টেস্ট ও একদিনের সিরিজ খেলার জন্য। ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু প্রথম টেস্ট।

অক্টোবরে টি টোয়েন্টি সিরিজের পরে ভারত ফের একবার অস্ট্রেলিয়া যাবে টেস্ট ও একদিনের সিরিজ খেলার জন্য। ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু প্রথম টেস্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারত সিরিজের জন্য সূচি ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে চলতি বছরের অক্টোবরে ভারত অস্ট্রেলিয়ায় গিয়ে ৪টে টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টি ম্যাচ খেলবে।

Advertisment

শুধু ভারত সিরিজই নয়, আগামী গ্রীষ্মের সূচি চূড়ান্ত করে ফেলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অগাস্ট মাসের ৯ তারিখ থেকে অস্ট্রেলিয়ার ক্রিকেট সূচি শুরু হচ্ছে জিম্বাবোয়ের বিরুদ্ধে।

বলা হয়েছে, ভারত প্রথমে অক্টোবরে টি টোয়েন্টি সিরিজ খেলতে অজি মুলুকে যাবে। অক্টোবরের ১১ তারিখে প্রথম ম্যাচ খেলার পরে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১৪ ও ১৭ তারিখ।

অক্টোবরে টি টোয়েন্টি সিরিজের পরে ভারত ফের একবার অস্ট্রেলিয়া যাবে টেস্ট ও একদিনের সিরিজ খেলার জন্য। ৩ ডিসেম্বর ব্রিসবেনে শুরু প্রথম টেস্ট। টেস্ট সিরিজের পরে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত।

Advertisment

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস জানিয়েছেন, "আমরা জানি প্রতি মুহূর্তে পরিস্থিতি পরিবর্তন ঘটেছে। চূড়ান্ত সময়ে হয়ত এদিনের প্রকাশ করা সূচিতে আরো বদল আসবে। তবে আমরা চেষ্টা করছি আগামী গ্রীষ্মে যতটা সম্ভব আন্তর্জাতিক ক্রিকেট খেলার।"

প্রেস বিবৃতিতে তিনি আরও জানান, "সূচিতে যদি কিছু পরিবর্তন করতে হয়, তা যথা সময়ে জানানো হবে।"

Cricket Australia BCCI