New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/11/India-vs-Bangladesh-smog.jpg)
দিল্লিতে সবকিছুই আবছা কুয়াশার দাপটে (এএনআই টুইট)
রবিবারে খেলার আগে দুঃশ্চিন্তার পারদ চড়ছে। সংবাদসংস্থা এএনআই দুপুরে তিনটে ছবি টুইট করে। সেই টুইটে কার্যত বোঝা গিয়েছে ভর দুপুরেও সামনের কোনও কিছু পরিষ্কার নয়। গোটা এলাকাই ঢেকে গিয়েছে কুয়াশায়।
দিল্লিতে সবকিছুই আবছা কুয়াশার দাপটে (এএনআই টুইট)
ম্যাচ যত এগিয়ে আসছিল, ততই উদ্বেগ বাড়ছিল। পরিবেশবিদ থেকে সেলেবকুল দিল্লি থেকে প্রথম টি২০ সরানোর বিষয়ে সরব হয়েছিলেন। তবে তাতে কর্ণপাত করেনি বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতি হওয়ার পরে জানিয়ে দিয়েছিলেন, শেষ মুহূর্তে সূচি বদলের কোনও সম্ভবনা নেই। নির্ধারিত সময় মেনেই দিল্লিতে খেলা হবে।
তবে রবিবারে খেলার আগে দুঃশ্চিন্তার পারদ চড়ছে। সংবাদসংস্থা এএনআই দুপুরে তিনটে ছবি টুইট করে। ফিরোজ শাহ কোটলায় আশেপাশে সেই টুইটে কার্যত বোঝা গিয়েছে ভর দুপুরেও সামনের কোনও কিছু পরিষ্কার নয়। গোটা এলাকাই ঢেকে গিয়েছে কুয়াশা।
Delhi: Latest visuals from outside Arun Jaitley Stadium. India will play Bangladesh in the first T20i match, later today. pic.twitter.com/KehNVZ1Zd1
— ANI (@ANI) November 3, 2019
BCCI Sources: Match (India-Bangladesh T20i match in Delhi, later today) has not been called off yet. It is too early to decide as the match is at 7 pm. pic.twitter.com/Qz1UMVf9rH
— ANI (@ANI) November 3, 2019
তারপরেই সমর্থকদের মধ্য়ে উদ্বেগ আরও জাঁকিয়ে বসে। খেলা আদৌ হবে তো। সেই প্রশ্নই ঘুরপাক খেয়েছে আমজনতার মধ্যে। একের পর এক টুইটে সোশ্যাল মিডিয়ায় দিল্লি-ম্যাচ নিয়ে আশঙ্কা স্পষ্ট করছেন সমর্থকরা। সেই আশঙ্কাকে আরও বাড়িয়ে সংবাদসংস্থা এএনআই আরও একটি টুইট করে।
যেখানে বলা হচ্ছে, বিসিসিআইয়ের সূত্র অনুযায়ী, খেলা এখনও সরকারিভাবে বাতিল করা হয়নি। তবে সন্ধে ৭টার সময় ম্যাচ। ম্যাচ বাতিল করার মতো সময় এখনও আসেনি। সর্বশেষ সূত্রের খবর অনুযায়ী, খেলা শুরুর ঠিক ১ ঘণ্টা আগে সন্ধ্যা ৬.৩০টার সময় ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
যাইহোক, সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় মাতোয়ারা দিল্লির কুয়াশা নিয়ে। এক সমর্থক লিখেছেন, "বিসিসিআই লাইভ টিভি-তে দেশকে লজ্জা উপহার দেবে।" রোজি নামের এক টুইটার ব্যবহারকারী আবার লিখেছেন, "খেলা কীভাবে হবে, যখন ব্যাটসম্যান কোথায় বল মারছেন, সেটাই দেখা যায় না।" সিদ্ধান্ত পাটনি নামের অন্য একজন সরাসরি অনেকের মনের কথা ব্যক্ত করেছেন। বলেছেন, "যত তাড়াতাড়ি সম্ভব খেলা বাতিল করা হোক। এটা দেশকে বিড়ম্বনা ছাড়া আর কিছুই উপহার দেবে না। এই পরিস্থিতিতে ঘরের বাইরেই বেরোনো সম্ভব নয়, খেলা কী করে হবে?"
Have some shame & abandon it. @SGanguly99 @BCCI
— Maitri Jain (@pull_playlist) November 3, 2019
How will they play when they wont be able to see the ball or where it went ?? ???????? #DelhiAirEmergency #IndvsBan
— Rosy (@rose_k01) November 3, 2019
BCCI planned to shame india on live television ????????????????????
— அன்பு???????? (@anbu2089) November 3, 2019
Ganguly failed in his first test as a BCCI President. Had he been sensible, he should have shifted the match venue to any other place in West/South.https://t.co/oZByEXvXma
— Virendra (@viren56002) November 3, 2019
দিওয়ালি পরবর্তী পর্বে সফর (সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ)-এর রিপোর্টে দিল্লির মারাত্মক দূষণের কথা উল্লেখ করা হয়েছে। দিল্লির বিশেষ কিছু অংশ দূষণের মাত্রা যে লাগামছাড়া, তা-ও জানানো হয়েছে। এই এলাকার মধ্যে রয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয় (নর্থ ক্যাম্পাস), পুসা, রোহিনী-পাঞ্জাব বাগ, ওয়াজিরপুর, জাহাঙ্গিরিপুরি, ডিটিইউ এবং বাওনা।
২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ক্রিকেট খেলা আয়োজন করতে গিয়ে বিপাকে পড়েছিল বোর্ড। ফিরোজ শাহ কোটলা (বর্তমানে প্রয়াত মন্ত্রী অরুণ জেটলির নামাঙ্কিত) ভেন্যুতে শ্রীলঙ্কার ক্রিকেটাররা শ্বাসকষ্ট হওয়াতে ম্যাচের মাঝেই মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন।
গত সপ্তাহে সংবাদসংস্থা পিটিআইয়ে দেওয়া বিবৃতিতে বোর্ডের এক কর্তা জানিয়েছিলেন, “দিল্লিতে দিওয়ালি পরবর্তী বায়ু দূষণের কথা আগেই ভাবা হয়েছিল। তবে ম্যাচ যেহেতু দিওয়ালি আরও এক সপ্তাহ পরে, ক্রিকেটাররা কোনও সমস্যায় পড়বে না।” যদিও তিনি মেনে নিয়েছিলেন, এই শঙ্কার বাস্তব ভিত্তি রয়েছে। বোর্ডের রোটেশন নীতি মেনে সফরকারী দলের কথা মাথায় রেখে প্রথম ম্যাচ দিল্লিতেই রাখা হয়েছিল। এখনও বোর্ড কর্তাদের আশা দিন-রাতের ম্যাচে এই বায়ুদূষণ ফ্যাক্টর অতটা প্রভাব ফেলবে না।
Read the full article in ENGLISH