Advertisment

ICC World Cup 2019, India Vs New Zealand: 'টস জিতে প্রথমে সাঁতরানোর সিদ্ধান্ত ভারতের'

বিশ্বকাপ না বৃষ্টিকাপ! এই প্রশ্নটা চলতি বিশ্বকাপে নেটিজেনরাই তুলেছিলেন। কারণ এখনও পর্যন্ত টুর্নামেন্টের তিনটি ম্যাচ বৃষ্টিতেই ধুয়ে গিয়েছে এবার। বুধবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজেও ভারত-নিউজিল্যান্ড ম্য়াচে বৃষ্টির দাপট অব্যাহত থাকল। এই ম্যাচটিও ভেস্তে গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Cricket Fans Make a Splash With Memes as Rain Delays India-New Zealand Nottingham Clash

ICC World Cup 2019, India Vs New Zealand: 'টস জিতে প্রথমে সাঁতার কাটার সিদ্ধান্ত ভারতের'

ICC World Cup 2019, India Vs New Zealand 2019 Live Score: বিশ্বকাপ না বৃষ্টিকাপ! এই প্রশ্নটা চলতি বিশ্বকাপে নেটিজেনরাই তুলেছিলেন। কারণ এখনও পর্যন্ত টুর্নামেন্টের তিনটি ম্যাচ বৃষ্টিতেই ধুয়ে গিয়েছে এবার। বুধবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজেও ভারত-নিউজিল্যান্ড ম্য়াচে বৃষ্টির দাপট অব্যাহত থাকল। এই ম্যাচটিও ভেস্তে গেল।

Advertisment

প্রথমে বলা হয়েছিল, ভারতীয় সময় অনুযায়ী, সাড়ে তিনটের সময়ে খেলা শুরু হবে। তারপর সেই সময় ক্রমশ পিছিয়ে বিকেল চারটে এবং সেখান থেকে পাঁচট। সর্বশেষ আপডেট অনুযায়ী ফের একবার পরিস্থিতি খতিয়ে দেখে ম্যাচ পিরত্যক্ত বলে ঘোষণা করল আইসিসি। আর এসবের মাঝেই নেটিজেনরা টুইটারে মজার খেলায় মাতলেন। ফের একবার রেইন ক্রিকেট নিয়ে মিম বানাতে শুরু করলেন তাঁরা। সেরকমই কয়েক'টা মিম এখানে দেওয়া হল।

ভারত ও নিউজিল্যান্ড দুই দলই চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। কোহলিরা যেমন হেলায় হারিয়েছেন দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে। তেমনই নিউজিল্যান্ড পরপর হারিয়েছে তিন এশীয় দলকে- শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তানকে। অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা দুই দলের সামনেই অপরাজিত থাকার চ্যালেঞ্জ ছিল নটিংহ্যামে। ভেস্তে যাওয়া ম্য়াচে দু'দলকেই এক এক পয়েন্ট ভাগ করে দিল আইসিসি।

India New Zealand Cricket World Cup
Advertisment