Advertisment

মেনে নেওয়া যায় না! আত্মঘাতী সুশান্তের জন্য বলছে খেলার দুনিয়া

বড়পর্দার ধোনির এমন ট্র্যাজিক প্রস্থান মেনে নিতে পারছে না ক্রিকেট দুনিয়া। বলিউড তো শোকে বিহ্বল। তবে শোকের চাদরে ঢেকে গেল খেলার জগতও।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সিনেমা জগতেরই বাসিন্দা তিনি। খেলার সঙ্গে সেই অর্থে সংস্রবও ছিল না। তবে মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে অভিনয় করার পরে খেলার দুনিয়া সাদরে বরণ করে নিয়েছিল তাঁকে। মহেন্দ্র সিং ধোনিকে পর্দায় দারুণভাবে ফুটিয়ে তোলা সেই সুশান্ত সিং রাজপুতই কিনা আত্মহত্যা করলেন। মানসিক অবসাদ নাকি অন্য কোনো কারণ, তা এখনো স্পষ্ট নয়।

Advertisment

রবিবার বান্দ্রা থানার পুলিশ বোম্বে হাউসে গিয়ে উদ্ধার করে সুশান্তের মৃতদেহ। নিজের বাড়িতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন তিনি। তার আগে বান্দ্রা থানার পুলিশকে খবর দেন পরিচালিকা।

তবে বড়পর্দার ধোনির এমন ট্র্যাজিক প্রস্থান মেনে নিতে পারছে না ক্রিকেট দুনিয়া। বলিউড তো শোকে বিহ্বল। তবে শোকের চাদরে ঢেকে গেল খেলার জগতও।

টুইটার তার পরেই একের পর এক ক্রিকেটার নিজেদের শোক প্রকাশ করেন। শচীন থেকে ইরফান পাঠান, আকাশ চোপড়া, অশ্বিন, ক্রুনাল পান্ডিয়া, হর্ষ ভোগলে, রাহানের শোকবার্তা পাঠাতে থাকেন সোশ্যাল মিডিয়ায়।

এমএস ধোনির বায়োপিকের জন্য সুশান্ত সিং রাজপুতকে যিনি ট্রেইন করিয়েছিলেন, সেই কিরণ মোরে পর্যন্ত শোকে মুহ্যমান। তিনি নিজের টুইটারে লেখেন, "যাঁরা ওকে কাছ থেকে চেনেন, তাঁরা কে কীভাবে এই শোক কাটিয়ে উঠবেন, তা জানি না। বন্ধু তুমি বড্ড তাড়াতাড়ি চলে গেলে।"

cricket MS DHONI Sushant Singh Rajput
Advertisment