Advertisment

দীপাবলীতে শুভেচ্ছা জানালেন ক্রিকেটাররা

দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও দিওয়ালিতে শুভেচ্ছা জানিয়েছেন। ২৭ তারিখেই ৩৩ বছরে পা দিলেন ডেভিড ওয়ার্নার। জন্মদিনেই প্রজ্জ্বলিত একটি দীপের ছবি পোস্ট করে সমর্থকদের দিওয়ালি উইশ করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
cricketers diwali wish

দিওয়ালিতে শুভেচ্ছা ক্রিকেটারদের (টুইটার)

গোটা দেশ আলোর উৎসবে মেতে উঠেছে। দিওয়ালির আলো ছুঁয়ে যাচ্ছে প্রত্যেককেই। শুভেচ্ছাবার্তায় ভরে যাচ্ছে মেসেজ বক্স, ইনবক্স, হোয়াটসঅ্যাপ। ক্রিকেটাররাও শুভেচ্ছা জানাতে পিছিয়ে নেই। দিওয়ালিতে শুভেচ্ছা জানালেন বীরেন্দ্র শেওয়াগ, শিখর ধাওয়ান সহ ক্রিকেটাররাও।

Advertisment

দিওয়ালি আসলে আলোর উৎসব। এই উৎসবের তাৎপর্য অন্ধকার সরিয়ে আলোর বন্দনা করা। অজ্ঞতা পেরিয়ে জ্ঞানের উপাসনা করা। হতাশা কাটিয়ে আশার উদযাপন করা।

আরও পড়ুন শ্রীরামকৃষ্ণের ডাক্তারের বাড়ির কালীপুজো: মায়ের মুখে লেগে থাকে রক্ত!

দিওয়ালি উপলক্ষ্যে দিল্লি ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগ, শিখর ধাওয়ান দুজনেই সমর্থকদের শুভেচ্ছা জানালেন। শেওয়াগ লিখলেন, "সবসময়ে তোমাদের পথ আলোয় ভরে উঠুক। সবসময়ে হাসিখুশি থাকুক প্রত্যেকে। প্রত্যেকের জীবন ভালবাসা ও আলোয় ভরে থাক। ধুমধাম করে দিওয়ালি উদযাপন করো প্রত্যেকে।"

আরও পড়ুন West Bengal Weather Today: কালী পুজোয় নেই বৃষ্টি, ঝলমলে আকাশে দীপাবলি উদযাপন রাজ্যে

জাতীয় দলের কোচ রবি শাস্ত্রী টুইটারে লিখলেন, "তোমাদের প্রত্যেকের পরিবারকে উৎসবমুখর দিওয়ালির শুভেচ্ছা জানাচ্ছি। যাঁরা কম সৌভাগ্যবান, দরিদ্র তাঁদের জীবনেও আলো আনতে সাহায্য করুক সবাই।" একইভাবে শুভেচ্ছা জানিয়েছেন শিখর ধাওয়ানও। ভেরি ভেরি স্পেশ্যাল লক্ষ্মণ লিখেছেন, "আলোর উৎসব প্রত্যেকের জীবনে কোনায় কোনায় ছড়িয়ে যাক। হ্যাপি দিওয়ালি।"

 দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি ক্রিকেটাররাও দিওয়ালিতে শুভেচ্ছা জানিয়েছেন। ২৭ তারিখেই ৩৩ বছরে পা দিলেন ডেভিড ওয়ার্নার। নিজের জন্মদিনেই তিনি প্রজ্জ্বলিত একটি দীপের ছবি পোস্ট করে তাঁর সমর্থকদের দিওয়ালি উইশ করেছেন। একইভাবে ওয়ার্নারের জাতীয় দলের প্রাক্তন সতীর্থ মাইকেল ক্লার্কও দিওয়ালি শুভেচ্ছা পোস্ট করেছেন টুইটারে।

View this post on Instagram

???????? Happy Diwali to all! @sunrisershyd

A post shared by David Warner (@davidwarner31) on

View this post on Instagram

Happy Diwali to all of my Indian friends out there

A post shared by Steve Smith (@steve_smith49) on

অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার স্টিভ স্মিথ ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছেন। সেই লিঙ্ক আবার নিজের টুইটার প্রোফাইলে শেয়ার করেছেন।

Read the full article in ENGLISH

cricket Diwali
Advertisment