Advertisment

Cricket South Africa slammed: বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলে মাত্র একজন কৃষ্ণাঙ্গ! ফের বর্ণবিদ্বেষের বিতর্কে উত্তাল বিশ্বক্রিকেট

Cricket South Africa t20 World Cup squad: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) টি২০ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রোটিয়াদের এই ১৫ জনের স্কোয়াডে একমাত্র কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হলেন কাগিসো রাবাদা।

author-image
IE Bangla Sports Desk
New Update
South Africa, cricket, দক্ষিণ আফ্রিকার ক্রিকেট

South Africa-Cricket: দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। (ছবি সৌজন্যে- আইসিসি)

Cricket South Africa and racism: আসন্ন টি২০ বিশ্বকাপ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের সংখ্যা মাত্র একজন। একথা জানাজানির পর বর্ণবিদ্বেষের অভিযোগে উত্তাল হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেট। দক্ষিণ আফ্রিকার টি২০ এবং ওয়ানডে কোচ রব ওয়াল্টারকে গত মাসে স্কোয়াড কেমন হবে, সেনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। সেই সময় তিনি শুধু বলেছিলেন, 'এমন এক দল বাছা হবে, যে দল জয় ছিনিয়ে আনতে পারবে।' শেষে দেখা গেল, এমন দল বাছা হয়েছে, যে দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের সংখ্যা মাত্র একজন।

Advertisment

দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছে। এবারের জাতীয় ক্রিকেট স্কোয়াডেও তাই সেই বর্ণবৈষম্যের প্রতিফলন খুঁজে পেয়েছেন অনেকেই। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ফিকিলে এমবালুলা, ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) টি২০ বিশ্বকাপ স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রোটিয়াদের এই ১৫ জনের স্কোয়াডে একমাত্র কৃষ্ণাঙ্গ খেলোয়াড় হলেন কাগিসো রাবাদা। সেনিয়ে এমবালুলা সোশ্যাল মিডিয়ায় বলেছেন, 'আসন্ন টি২০ বিশ্বকাপ দলে মাত্র একজন কৃষ্ণাঙ্গ আফ্রিকানকে রাখা হয়েছে। আমরা পিছিয়ে যাচ্ছি। জাতীয় ক্রিকেট সমস্ত দক্ষিণ আফ্রিকানদের ন্যায্য প্রতিনিধিত্ব করছে না। আমি বুঝতে পারছি না, কেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় নেওয়া হচ্ছে না!'

বর্তমানে দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে নির্বাচক কমিটি নেই। দল বাছাইয়ের দায়িত্ব দুই কোচ- শুকরি কনরাড (টেস্ট) ও রব ওয়াল্টার (ওডিআই এবং টি-টোয়েন্টি)-এর হাতে। তাঁরা দক্ষিণ আফ্রিকা বোর্ডের ক্রিকেট পরিচালক এনোক এনকেওয়ের সঙ্গে পরামর্শ করে দল বানিয়েছেন। তারই মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে বর্ণবৈষম্যের অভিযোগও অস্বীকার করেছেন অন্যতম কোচ রব ওয়াল্টার। তিনি বলেছেন, 'ভালো খেলোয়াড় তুলে আনার জন্য আমাদের পরিকাঠামোকে আরও ভালো করা দরকার। এজন্য ছয় মাস থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় একদিনের বিশ্বকাপ ক্রিকেট হবে। তার আগেই পরিকাঠামো ভালো করে তুলতে হবে।'

আরও পড়ুন- কোনওদিন টিম ইন্ডিয়ার কোচ হতে পারবেন না রবি শাস্ত্রী! দ্রাবিড়ের বিদায়-লগ্নেই বিরাট রহস্য ফাঁস

টেম্বা বাভুমা ২০২১ এবং ২০২২ সালে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু, গত বছর ভারতে আয়োজিত একদিনের ক্রিকেট বিশ্বকাপে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার পর বাভুমাকে সরিয়ে দেওয়া হয়। অধিনায়ক করা হয়েছে এইডেন মার্করামকে। তখনই দক্ষিণ আফ্রিকা দলে পরিবর্তন হতে চলেছে, সেটা বোঝা যাচ্ছিল। বিশ্বকাপ স্কোয়াডে যা আরও স্পষ্ট হল।

South Africa Cricket News T20 World Cup South Africa Cricket Team
Advertisment