Advertisment

বিশ্বকাপের দল ঘোষণায় চমক বাংলাদেশের! অভিজ্ঞতম তারকাকেই দিল বাদ

বিশ্বকাপের দল ঘোষণায় শেষ মুহূর্তে টুইস্ট বাংলাদেশের

author-image
Subhasish Hazra
New Update
bangladesh

বাংলাদেশ ক্রিকেট দল (টুইটার)

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিল বাংলাদেশ। স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় দলের অন্যতম সিনিয়র তারকা তামিম ইকবালকে। পিঠের চোটে কাবু ছিলেন বারবার। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে খেলছেন তিনি। তবে তাঁকে বাইরে রেখেই স্কোয়াড ঘোষণা করে দিলেন বাংলাদেশি নির্বাচকরা। টুইটারে বিসিবির পক্ষ থেকে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণার পর তামিমকে বাইরে রাখার কারণ জানানো হয়নি।

Advertisment

প্রাথমিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল বিকাল ৫.৪৫-এ স্কোয়াড ঘোষণা করা হবে। তবে পরবর্তীতে সেই ঘোষণা পিছিয়ে দেওয়া হয় নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ তৃতীয় ওয়ানডে সমাপ্তির পর। রটে গিয়েছিল, শেষমুহূর্তে হয়ত বড়সড় রদবদল ঘটবে দলে। তবে সেরকম কিছুই হয়নি। ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, তামিল নাকি নির্বাচকদের আগাম জানিয়ে রেখেছিলেন, দল নির্বাচনের সময় তাঁর ইমজুরির বিষয়টি যেন মাথায় রাখা হয়।

দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে তামিম ৪৪ রানের ইনিংস উপহার দেন। চলতি বছরের জুলাই থেকে পিঠের চোটের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরেই ছিলেন বর্ষীয়ান তারকা। নিউজিল্যান্ড সিরিজেই প্রত্যাবর্তন ঘটেছিল তামিমের। তবে কিউইদের বিপক্ষে ম্যাচ খেলেই তামিম নাকি জানান, পিঠের অস্বস্তি রয়েই গিয়েছে তাঁর। এরপরে মেডিক্যাল টিমের সঙ্গে একপ্রস্থ আলোচনা করার পর তামিমকে বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আর তৃতীয় ওয়ানডে খতম হওয়ার পরই ঘোষিত হয় বিশ্বকাপের স্কোয়াড।

প্রত্যাশা মতই সাকিব আল হাসানকে ক্যাপ্টেন করা হয়েছে। ডেপুটি হয়েছেন লিটন দাস। লিটনের সঙ্গে ওপেনিং পার্টনার বাছা হয়েছে তানজিদ হাসানকে। ব্যাটিং অর্ডারে তিন নম্বরে নামবেন নাজমুল হাসান শান্ত। মিডল অর্ডারে ভরসা জোগাতে থাকবেন সাকিব আল হাসান, তানজিদ হৃদয় এবং মুশফিকুর রহিম। লোয়ার মিডল অর্ডারের দায়িত্ব সামলাবেন মেহেদি হাসান মিরাজ এবং মাহমুদুল্লাহ। চলতি বছরে মেহেদি হাসান মিরাজকে একাধিক ব্যাটিং পজিশনে ব্যবহার করা হয়েছে। তবে বিশ্বকাপে সাত নম্বরে নামতে হবে তাঁকে।

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (ক্যাপ্টেন), মুশফিকুর রহিম, লিটন দাস (ভাইস ক্যাপ্টেন), তাসকিন আহমেদ, তানজিদ হাসান, তানজিম হাসান সাকিব, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ, তৌহিদ হৃদয়, নাজমুল হাসান শান্ত, নাসুম আহমেদ

Bangladesh Cricket
Advertisment