আইসিসির পক্ষপাতিত্ব নিয়ে ক্রিকেট বিশ্বে অভিযোগের অন্ত নেই। ভারতের প্রতি নাকি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বরাবর পক্ষপাতদুষ্ট। এমন অভিযোগ হামেশাই করে থাকেন বাকি দেশের ক্রিকেট সমর্থকরা।।তবে বিশ্বকাপ চলাকালীনই এমন-ই অভিযোগ কার্যত শিলমোহর পেল অন্য কেউ নয়, স্বয়ং বীরেন্দ্র শেওয়াগের ভয়ানক মন্তব্যে। বলে দিলেন, পিচের সুবিধা নিয়ে ভারতকে চ্যাম্পিয়ন করার সুযোগ করে দিতে চলেছে আইসিসি।
এমনিতে আইসিসি ইভেন্টে দ্বিপাক্ষিক সিরিজের মত হোম পিচের সুবিধা পাওয়ার নিয়ম নেই আয়োজক দেশের। তবে ভারতের খেলা নাকি ফেলা হয়েছে স্পিন-সহায়ক ভেন্যুতে। ভারতের স্পিন বিশ্বের সেরা আক্রমণের অন্যতম। ভারতের শামি, সিরাজ, বুমরাদের নিয়ে পেস বিভাগ-ও দুনিয়ার অন্যতম সেরা। তবে ভারতের ব্যাটসম্যানরা পেস সহায়ক পিচের তুলনায় স্পিনের বিরুদ্ধে অনেক স্বচ্ছন্দ। তাই ভারতের সুবিধা করে দিতেই নাকি সেনা দলের (সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড) বিপক্ষে এমন ভেন্যুতে খেলা ফেলা হয়েছে যেখানে স্পিন শক্তি ম্যাচের নির্ণায়ক হয়ে দাঁড়ায়।
বীরেন্দ্র শেওয়াগ সরাসরি জানিয়ে দিলেন, আইসিসি নাকি চায় ভারত টুর্নামেন্টে একদম শেষ পর্যন্ত পৌঁছক। যাতে আর্থিকভাবে আইসিসি দারুণ লাভবান হয়। ক্রিকবাজ-এর শোয়ে শেওয়াগ একদম খুল্লামখুল্লা জানিয়ে দিয়েছেন, "আইসিসি ভারতকে সাহায্য করবে। ভারতের পিচ প্রস্তুতকারকরাই পিচ তৈরি করবেন। ভারত যদি সেমিফাইনাল, ফাইনালে পৌঁছয় তাহলে ভারতের সুবিধাজনক পিচ তৈরি করা হবে। তাই আমার মনে হয়, ভারতের এবার বিশ্বকাপ জেতার ভালমত সুযোগ রয়েছে। কারণ আইসিসি জানে, ভারত জিতলে ভিউয়ারশিপ তো বটেই স্পনসরশিপ থেকেও বিরাট অর্থ পাবে।"
ভারত প্ৰথম ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দেশের স্পিন সেন্টার যে ভেন্যুকে বলা হয়, সেই চেন্নাইয়ে অজিদের পর্যুদস্ত করে জয় পেয়েছে ভারত। আর ভারতের স্পিন-ই শেষমেশ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। কুলদীপ, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিন পড়তেই পারেননি অস্ট্রেলীয় ব্যাটাররা। আর জস হ্যাজেলউড, মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের নিয়ে গড়া অজিদের পেস আক্রমণ ভারতকে নতুন বলে ব্যাকফুটে ঠেলে দিলেও কোহলি, কেএল রাহুলের চাপের মুখে দুরন্ত অর্ধশতরান ভারতকে ম্যাচ জিতিয়ে দেয়। ম্যাচে বারেবারেই অজিদের কোয়ালিটি স্পিনারের অভাব পরিলক্ষিত হয়েছে। জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েলদের স্পিন খেলতে ভারতের কোনও সমস্যাই হয়নি।