Advertisment

পাক ক্রিকেটারদের দেওয়াই হল না গরুর মাংস! ভারতে প্রিয় খাবার থেকে বঞ্চিত বাবর-শাহিনরা

ভারতে এসে বড় সমস্যায় পড়ল পাকিস্তান দল

author-image
IE Bangla Sports Desk
New Update
pakistan-beef

বিফ খেতে দেওয়া হল পাকিস্তানকে (টুইটার)

বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গিয়েছে পাকিস্তান। হায়দরাবাদে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। স্থানীয় ক্রিকেট মহলে উত্তেজনা চূড়ান্ত পাক ক্রিকেট দলকে কেন্দ্র করে। পাকিস্তান আপাতত উৎসাহের কেন্দ্রে। হায়দরাবাদে পাকিস্তান আপাতত একসপ্তাহ থাকবে।

Advertisment

দুটো ওয়ার্ম আপ ম্যাচ খেলবে পাক দল। তারপর হায়দরাবাদেই গ্রুপ পর্বের প্ৰথম ম্যাচে পাক দল খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। ৬ অক্টোবর। আর পাক দলকে নিরাপত্তা দিতে গিয়ে আপাতত গলদঘর্ম অবস্থা হায়দরাবাদ পুলিশের। নিরাপত্তার আয়োজনে কোনও খামতি রাখতে চাইছে না নিরাপত্তাকর্মীরা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাকর্মীরা রীতিমতো ওভার টাইম করছেন।

নিরাপত্তার কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ওয়ার্ম আপ ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। হায়দরাবাদে নবি দিবস এবং গণেশ বিসর্জনের কারণে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না। এই কারণেই দর্শক ছাড়াই ওয়ার্ম আপ ম্যাচের আয়োজন করা হয়েছে। ৮০০ জন নিরাপত্তাকর্মী এই ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের দায়িত্বে থাকবেন।

হায়দরাবাদে পাকিস্তান ক্রিকেটারদের খাবার-দাবারও আলোচনায় উঠে এসেছে। প্রিয় বিফ বিরিয়ানি পাচ্ছেন না পাক তারকারা। পাক ক্রিকেটারদের জন্য কী কী খাবারের বন্দোবস্ত থাকছে? একাধিক প্রচারমাধ্যম সূত্রে বলা হয়েছে, ল্যাম্ব চপস, হায়দরাবাদি বিরিয়ানি, গ্রিলড ফিশ, ভেজিটেবল পোলাও, মাটন কারি। এছাড়াও পাক ক্রিকেটারদের জন্য বাসমতি রাইসেরও ব্যবস্থা করা হয়েছিল। ক্রিকেটাররা নাকি নিজেরাই এই খাবার খেতে চেয়েছেন। মোদ্দা কথা হল, পাক ক্রিকেটারদের মেন্যুতে গোমাংসের কোনও নাম-গন্ধ ছিল না।

Hyderabad ICC Cricket World Cup Cricket World Cup pakistan Pakistan Cricket
Advertisment