বিশ্বকাপ অভিযান সদ্যই শেষ হয়েছে। হতাশার মধ্যেই শেষ হয়েছে শ্রীলঙ্কান বিশ্বকাপ পর্ব। মাত্র দুটো জয় পেয়েছে লঙ্কানরা। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও হেরে বসেছে বিশাল ব্যবধানে। তারপরেই দুঃসংবাদ শুনল শ্রীলঙ্কান ক্রিকেট। দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের অভিযোগে আইসিসির তরফে সরাসরি নিষিদ্ধ করা হল শ্রীলঙ্কান ক্রিকেটকে। আপাতত কোনও রকমের আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবে না দেশটি।
ভারতের কাছে লজ্জাজনক হারের পর পুরো ক্রিকেট সংস্থাকেই বাতিল করেছিলেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে। অস্থায়ীভাবে দায়িত্ব সামলানোর জন্য ক্রিকেট প্রশাসনে নিয়োগ করা হয়েছে অর্জুনা রনতুঙ্গাকে।
শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী বোর্ডের সমস্ত সদস্যকে ছাঁটাই করার জন্য নোটিশ পাঠিয়েছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। সেই সঙ্গে তিনি জানান, গত বছর টি২০ ওয়ার্ল্ড কাপের সময় বোর্ডের আধিকারিকদের ভূমিকা কী ছিল, তা তদন্ত করে খতিয়ে দেখা হবে।
গত সপ্তাহে ক্রীড়ামন্ত্রীর অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, "শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড পরিচালনার জন্য অস্থায়ী এম কমিটি গঠন করেছেন ক্রীড়ামন্ত্রী রোশন রনসিংহে।" সাত সদস্যের অন্তর্বর্তীকালীন কমিটিতে তিনজন অবসরপ্রাপ্ত বিচারককে রাখা হয়েছে।
ভারতে বিশ্বকাপ অভিযানে গিয়ে শোচনীয় পারফরম্যান্স, বিশেষ করে ভারতের বিপক্ষে ৫৫ রানে অলআউট হয়ে যাওয়ার পর লঙ্কান জাতীয় ক্রিকেট দলকে নিয়ে জন অসন্তোষ পুঞ্জীভূত হচ্ছিল। সেই কারণেই কড়া ব্যবস্থা নিতে বাধ্য হন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী। ঘটনাচক্রে, গত সপ্তাহেই ভারতের কাছে ৩০২ রানের ব্যবধানে কেলেঙ্কারির হার হজম করার পর বোর্ড সদস্যদের পদত্যাগ দাবি করেছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী। ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি।
শ্রীলঙ্কান বোর্ডের ক্রিকেট সচিব মোহন দে সিলভার অফিসের সামনে জনগণ ব্যাপক বিক্ষোভ দেখায় শনিবার। তারপর গত রবিবারই পদত্যাগ করেন তিনি। আর সোমবার ক্রীড়ামন্ত্রী বোর্ডের বাকি সদস্যদের ছাঁটাই করে। তারপরেই তড়িঘড়ি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে দায়িত্ব দেওয়া হয় বিশ্বকাপজয়ী অধিনায়ক অর্জুনা রণতুঙ্গাকে।
বারবার ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপেই আইসিসি এবার নিষিদ্ধ করতে বাধ্য হল শ্রীলঙ্কান ক্রিকেটকে। আইসিসির তরফে শুক্রবার বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল, সরকারি হস্তক্ষেপ পুরোপুরি আইসিসির নিয়ম বিরুদ্ধ। এতে আইসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে। ক্রিকেট বোর্ডের স্বশাসন বাধাপ্রাপ্ত হয়েছে। আরও বলা হয়েছে, এই নিষেধাজ্ঞার শর্ত সমূহ কী কী হবে, তা আইসিসির বোর্ড সিদ্ধান্ত নেবে।