Advertisment

ডিজে-র পর এবার নতুন অবতারে এই স্টার

এবার ভারতে পোশাকের সম্ভার আনলেন ডিজে ব্র্যাভো। এই প্রথম বিদেশের কোনও ক্রিকেটার ভারতে অ্যাপারেল ব্র্যান্ড নিয়ে এলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Cricketer DJ Bravo brings his apparel brand to India

এবার ডিজে ব্র্যাভোর পোশাকে মাতবে ভারত

এবার ভারতে পোশাকের সম্ভার আনলেন ডিজে ব্রাভো। এই প্রথম বিদেশের কোনও ক্রিকেটার ভারতে নিজস্ব অ্যাপারেল ব্র্যান্ড নিয়ে এলেন। হাতে গোনা কয়েকজন ক্রীড়াবিদই পোশাকের দুনিয়ায় পা রেখেছেন। এই তালিকায় নবতম সংযোজন চেন্নাই সুপার কিংসের ক্যারিবিয়ান অলরাউন্ডার।

Advertisment

আইপিএলের হাত ধরে ভারতীয়দের মনে আলাদা জায়গা করে নিয়েছেন ব্রাভো। শুধু ক্রিকেটই নয়, নাচ-গানেও তাঁর জুড়ি মেলা ভার। চ্যাম্পিয়ন গেয়ে দুনিয়া মাত করে দেওয়া ব্রাভোর নতুন ব্র্যান্ডের নাম ‘ডিজে ব্রাভো ফরটিসেভেন’। ভারতীয় ক্রিকেটারদের সঙ্গেও ব্রাভোর সম্পর্কটা এখন বন্ধুর মতো হয়ে গিয়েছে। এখানে তাঁর ফ্যানবেসও দুরন্ত। ব্রাভো বলছেন, “ভারতে আমার ফ্যানের সংখ্যা সবচেয়ে বেশি। এখানে মানুষ আমাকে খুব ভালবাসে। ফলে যা কিছু আমার হৃদয়ের কাছে তা আমি তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

আরও পড়ুন, "আইপিএল ২০১৮: ডিজে ব্র্যাভোর নতুন গান, পা মেলালেন কোহলি-ভাজ্জি-রাহুল

ব্রাভোর এই ব্র্যান্ডে কো-ওনার হিসেবে থাকছে সিঙ্গাপুরের সেলিব্রিটি অ্যাপারেল কোম্পানি থ্রি বিগ ডগস। অন্যদিকে ব্রাভোকে ম্যানেজ করা কর্নারস্টোন স্পোর্টস থাকছে ‘ডিজে ব্রাভো ফরটিসেভেন’-এর মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনের। শুরুর দিকে ব্রাভোর সংস্থা নারী-পুরুষ ও শিশুদের জন্য টি-শার্টই বানাবে। যার দাম রাখা হয়েছে ১৯০০-২০০০ টাকার মধ্যে। ছ মাস পর ট্র্যাক শ্যুট, টুপি ও অ্যাকসেসরিজও বাজারে নিয়ে আসবে তারা। ই-কর্মাস প্ল্যাটফর্মে ও কিছু বাছাই করা রিটেলের মাধ্যমে  ‘ডিজে ব্রাভো ফরটিসেভেন’ পাওয়া যাবে।

Dwayne Bravo
Advertisment