Aegis South Zone tournament: চরম দুর্ভাগ্যজনক ঘটনার সাক্ষী থাকল ভারতীয় ক্রিকেট। বাইশ গজে ফিল হিউজস, রমন লাম্বার ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতীয় ময়দানে। খেলতে খেলতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতীয় তারকা ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে। এজিএস সাউথ জোন টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল বেঙ্গালুরুতে। মুখোমুখি হয়েছিল কর্ণাটক এবং বেঙ্গালুরু। সেই ম্যাচেই দুৰ্ভাগ্যের শিকার হলেন কে হয়সালা।
মাঠে হৃদরোগে আক্রান্ত হওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন সতীর্থ।এবং ম্যাচ আধিকারিকরা। তবে ৩৪ বছরের তারকাকে বাঁচানো সম্ভব হয়নি।
বেঙ্গালুরুর আরএসআই ক্রিকেট মাঠে তামিলনাড়ু বনাম কর্ণাটক ম্যাচে ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ। রোমহর্ষক ম্যাচে জয়লাভ করে মাঠেই সেলিব্রেশনে মেতেছিলেন কর্ণাটকি ক্রিকেটাররা। হার্ডল করে দলের জয় সেলিব্রেট করছিলেন সকলে। সেই সময়েই বুকে ব্যথা অনুভব করেন হয়সালা। সঙ্গেসঙ্গেই মূর্ছা হারান তিনি। মাঠেই লুটিয়ে পড়েন।
আরও পড়ুন: ধোনির শহরে সিঙ্গারা কিনে ঠকলেন ইংরেজরা! দুটো সামোসার দাম জানলে মাথা ঘুরে যাবে
তারপরেই আপদকালীন ভাবে হয়সালার কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস চালু রাখার ব্যবস্থা করেন সতীর্থরা। সিপিআর দেওয়ার বন্দোবস্ত করা হয়। নিকটবর্তী বোরিং হাসপাতালেও নিয়ে যাওয়া হয় হয়সালাকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
কে এই কে হয়সালা?
কর্ণাটকের ক্রিকেটে অন্যতম নামি মুখ কে হয়সালা। রাজ্যের সমস্ত ধরণের বয়সভিত্তিক ক্রিকেটে যেমন অংশ নিয়েছেন, তেমন সিনিয়র পর্যায়েও খেলেছেন। ব্যাট-বল দুই বিভাগেই স্বচ্ছন্দ তিনি। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি ফাস্ট বোলিং-ও করতেন। অলরাউন্ডার হওয়ার কারণেই কর্ণাটকের প্রিমিয়ার লিগে হয়সালার গুরুত্ব বেশ ভালো।
তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার। গোটা রাজ্যেই শোকের ছায়া। সোশাল মিডিয়ায় ক্রিকেট দুনিয়ার অনেকেই সমবেদনা ব্যক্ত করেছেন। কর্ণাটকের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী দীনেশ গুন্দু রাও বলেছেন, "এইজিস সাউথ জোন টুর্নামেন্ট চলাকালীন কর্ণাটকের পেসার কে হয়সালার আচমকা মৃত্যুতে গভীরভাবে দুঃখিত। এই কঠিন সময়ে ওঁর পরিবার, আত্মীয়-পরিজনদের জন্য আন্তরিক সমবেদনা রইল।"