ফের বিতর্কে জড়ালেন প্রবীণ কুমার। তাঁর বিরদ্ধে হেনস্থার অভিযোগ আনলেন পড়শি দীপক শর্মা। দেশের প্রাক্তন ফাস্ট বোলার মদ্য়প অবস্থায় দীপকবাবুর গায়ে হাত তুলেছেন ও তাঁর বছর সাতেকের সন্তানকে ধাক্কা দিয়েছেন বলেই জানা যাচ্ছে।
সংবাদসংস্থা এএনআই দীপকবাবুকে উদ্ধৃত করে জানিয়েছে, “আমি বাস স্টপে ছেলের জন্য় অপেক্ষা করছিলাম। তখনই প্রবীণ সেখানে আসে। নিজের গাড়ি থেকে বেরিয়ে প্রথমে বাস ড্রাইভারকে ও পরে আমাকে গালিগালাজ করে। প্রদীপ মদ্য়প অবস্থায় ছিল। ও মেরে আমার হাত ভেঙে দিয়েছে। এমনকী আমার ছেলেকে ঢেলে ফেলে দেয়। আমার ছেলের পিঠে চোটও লেগেছে। এখন পুলিশ আমাকে বলছে বিষয়টা মিটমাট করে নিতে। এমনকী আমাকে মেরা ফেলা হবে বলেও হুমকি আসছে।”
আরও পড়ুন-লড়াই অব্য়াহত কোহলি-রোহিতের, বিশ্বরেকর্ডের প্রতীক্ষায় বাইশ গজ
মীরাটের সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (সিটি) অখিলেশ নারায়ণ সিং বলছেন, “দু'জনেই পড়শি এবং পুলিশকে বিষয়টা তারা জানিয়েছেন। আমরা তাঁদের বক্তব্য়ের ওপর নির্ভর করে তদন্ত করে দেখছি। মেডিক্য়াল প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
প্রবীণ কিন্তু এই প্রথমবার এই ধরনের কীর্তির জন্য় খবরে এলেন না। ২০০৮ সালে মীরাটে এক ডাক্তারের সঙ্গে রাস্তায় হাতাহাতিতে জড়ান তিনি। এমনকী ২০১১ সালে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর চলাকালীন পোর্ট অফ স্পেনে দর্শকদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান প্রবীণ।
আরও পড়ুন-লিওনার্ড-গুটেনির পায়ে নয়া রেকর্ড লিখল কলকাতা ২৫কে
আরও পড়ুন-কলকাতার বায়ুদূষণ নিয়ে কথা বললেন বিশ্বমানের অ্যাথলিটরা