Advertisment

যুবিকে 'থ্যাঙ্ক ইউ' বলল আইসিসি, টুইটারে ক্রিকেটারদের শুভেচ্ছার বন্যা

যুবির অবসরের খবর পেয়েই টুইটারে ঝড় উঠে গেল। তাঁকে সেলাম জানালেন বিরাট কোহলি। টুইট করলেন বীরেন্দ্র শেহওয়াগ থেকে মহম্মদ কাইফ। সোশাল মিডিয়ায় এখন শুধুই বিরাজ করছেন যুবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Cricketers react to Yuvraj Singh’s retirement

যুবিকে 'থ্যাঙ্ক ইউ' বলল আইসিসি, টুইটারে ক্রিকেটারদের বার্তার বন্য়া (ছবি-টুইটার/আইসিসি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন যুবরাজ সিং। আর দেশের জার্সিতে খেলবেন না তিনি। ভারতের বিশ্বকাপ জয়ী তারকা ক্রিকেটার সোমবার মুম্বইতে সাংবাদিক বৈঠক করেই অবসর নেওয়ার কথা ঘোষণা করলেন।

Advertisment

৩৭ বছরের যুবি ২০১৭-র ৩০ জুন শেষবার দেশের জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান-ডে খেলেছিলেন। তারপর থেকে আর দেশের জার্সিতে দেখা যায়নি তাঁকে। তাঁর অবসরের খবর পেয়েই টুইটারে উঠে গেছে ঝড়। তাঁকে কুর্নিশ জানিয়েছেন বিরাট কোহলি। টুইট করেছেন বীরেন্দ্র শেহওয়াগ থেকে মহম্মদ কাইফ। সোশাল মিডিয়ায় এখন শুধুই বিরাজ করছেন যুবি।

যুবিই জানিয়েছেন যে, তিনি পুরোপুরি ক্রিকেটকে গুডবাই বলছেন না। তাঁর উত্তর, “আমি অবশ্যই আরও ক্রিকেট খেলতে চাই। বিশ্বের অনান্য প্রান্তের টি-২০ লিগে খেলতে চাই। গিয়ে মজা করতে চাই। আশা করি ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে সেই অনুমোদন দেবে।"

Yuvraj Singh ICC
Advertisment