ব্যাটে-বলে শোচনীয়! আইপিএলে নিলামে আর দল পাবেন না এই পাঁচ তারকা

অনেক তারকাই আগামী নিলামে বাতিলের খাতায় পড়ে যেতে চলেছেন। নিলামে অবিক্রিত থাকতে চলেছেন তাঁরা।

অনেক তারকাই আগামী নিলামে বাতিলের খাতায় পড়ে যেতে চলেছেন। নিলামে অবিক্রিত থাকতে চলেছেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কয়েকদিন আগেই শেষ হয়ে গেল আইপিএল। দর্শকশূন্য স্টেডিয়াম থাকলেও ভিউয়ারশিপে রেকর্ড করেছে ক্রোড়পতি এই লিগ। চাপমুক্ত হয়ে অনেক তারকা ক্রিকেটার নিজেদের মেলে ধরেছেন। আবার ফিঞ্চ, ধোনি, ম্যাক্সওয়েল, রাহানেদের মত অনেক তারকা প্রত্যাশিত পারফর্ম করতে পারেননি।

Advertisment

দেবদূত পাদিক্কাল, রাহুল ত্রিপাঠি, রাহুল তেওটিয়া, রুতুরাজ গায়কোয়াড, অর্শদীপ সিংদের মত নতুন মুখের জন্ম দিয়ে গিয়েছে আইপিএল। কয়েকমাস বাদেই ফের একবার আইপিএলের নিলাম বসতে চলেছে। বোর্ডের তরফে ইতিমধ্যেই ইঙ্গিত দেওয়া হয়েছে জোড়া নতুন দল নামিয়ে মেগা অকশনের পথে হাঁটতে পারে লিগের আয়োজকরা।

আরো পড়ুন: ছাঁটাইয়ে বিশ্বাস করে না মুম্বই! ক্রুদ্ধ রোহিতের তোপের মুখে কোহলি থেকে আকাশ

Advertisment

ঘটনা হল, অনেক তারকাই আগামী নিলামে বাতিলের খাতায় পড়ে যেতে চলেছেন। নিলামে অবিক্রিত থাকতে চলেছেন তাঁরা। তাঁদের দক্ষতা নিয়ে সন্দেহ না থাকলেও কার্যকারিতা প্রশ্নের মুখে। দেখা যাক, তাঁরা কারা-

ডেল স্টেইন:

নিজের সেরা সময় পেরিয়ে এসেছেন অনেক আগেই। আরসিবি বোলিং বিভাগে মশলা সংযোজনের জন্যই ভরসা রেখেছিল বর্ষীয়ান প্রোটিয়াজ স্পিডস্টারের উপর। তবে স্টেইনের সংযোজন হতাশাই বয়ে এনেছে কেবল। যে তিন ম্যাচে তিনি খেলেছিলেন, তাতে মাত্র ১ উইকেট দখল করেছেন। রান বিলিয়েছেন ওভার পিছু ১১.৪০ গড়ে। শুরুতে স্টেইনকে প্রথম একাদশে বাইরে রাখলেও পরে নেওয়া হয়েছিল। তবে একদমই নজর কাড়তে পারেননি। তাঁর বয়সের কারণে পরের নিলামে স্টেইন-গানকে কোনো ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হবেন না।

শেলডন কটরেল:
আইপিএলে নজির রয়েছে বড়সড় চুক্তি আদায় করার পরের মরশুমেই অনেক ক্রিকেটার আনসোল্ড থেকেছেন। সেই তালিকায় সম্ভবত নাম লেখাতে চলেছেন শেলডন কটরেল। ৮.৫ কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দেওয়ার পরে শেলডন কটরেল ছয় ম্যাচে অংশ নিয়ে মাত্র ছয় উইকেট দখল করেছেন। রাহুল তেওটিয়ার কাছে পাঁচটা ছক্কা হজম করার পরেও ক্যারিবীয়কে প্রথম একাদশে জায়গা দেয় কিংসরা। তবে সেই বিশ্বাসের মর্যাদা দিতে ব্যর্থ তিনি। দাম অনুযায়ী এমন হতাশাজনক পারফরম্যান্সের পর কটরেলকে ছেড়ে দিতে পারে কিংসরা। তবে নিলামের টেবিলে আর কোনো দল এই তারকাকে নেওয়ার দুঃসাহস দেখাবে না, বলেই মনে হয়।

উমেশ যাদব:
জাতীয় টেস্ট দলের নিয়মিত সদস্য উমেশ। সীমিত ওভারের ক্রিকেটে খেলতে এসে এবার হাবুডুবু খেয়েছেন। দুটো ম্যাচে অংশ নিয়ে ৮৩ রান বিলিয়েছেন ৪.২ কোটি টাকার এই পেসার। তারপরে আর ফিরেও তাকায়নি আরসিবি ম্যানেজমেন্ট। এমনকি নভদীপ সাইনির পরিবর্তে একজন ভারতীয় পেসারের প্রয়োজন হলেও কোহলি আগ্রহ দেখাননি। আরসিবি ছেড়ে দেওয়ার পথেই হাঁটছে উমেশকে। টি২০ ক্রিকেটে উমেশ যাদবের পারফরম্যান্স বিচার করে পরের নিলামে দল পাওয়া ভীষণই কঠিন।

জয়দেব উনাদকাট:
গত মরশুমে রঞ্জিতে তুখোড় ফর্মে ছিলেন এই পেসার। ৬৭ উইকেট দখল করেছিলেন। তা দেখেই আরো একবার উনাদকাটকে সুযোগ দিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে সাত ম্যাচ খেলে এবার উইকেট পেয়েছেন মাত্র ৪টি। ওভার পিছু খরচ করেছেন ৯.৯১ রান। আরসিবির বিরুদ্ধে উনাদকাটের সৌজন্যেই প্রায় জেতা ম্যাচ হেরে বসে রাজস্থান। রয়্যালসরা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত ফেলেছে বলেই খবর। এরপরে নিলামে ব্যর্থ এই পেসার দল পেলে সেটাই হবে আশ্চর্যের।

মুরলি বিজয়:
সিএসকের হয়ে গোটা মরশুমেই ব্যর্থ মুরলি বিজয়। ওপেনিংয়ে টানা ব্যর্থ হওয়ার পর সিএসকে তারকা ক্রিকেটারের উপর ভরসা হারিয়ে রুতুরাজ গায়কোয়াডকে খেলায়। টানা তিনটে হাফসেঞ্চুরি করে সেই আস্থার মর্যাদা দেন রুতুরাজও। রুতুরাজকে ভবিষ্যত হিসাবে ধরে নিয়ে মুরলি বিজয়কে রিটেন করবে না সিএসকে। ২০১৮ সালেই মুরলিকে দ্বিতীয়বার ড্র-য়ে কেনে সিএসকে। তবে নিলামের টেবিলে মুরলিকে আর কেউ কিনতে আগ্রহী হবে না।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

IPL