রেকর্ড বইয়ে ফের একবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেশাদারি ফুটবলে সর্বকালীন সেরা গোলদাতার তালিকায় আপাতত পয়লা নম্বরে নিজের নাম খোদাই করে ফেললেন কিংবদন্তি। টটেনহ্যামের বিরুদ্ধে অনবদ্য হ্যাটট্রিকে রোনাল্ডো পেরিয়ে গেলেন অস্ট্রিয়া-চেক জাত ফুটবলার জোসেফ বিকানকে (৮০৫)।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১২ মিনিটে ম্যাচের প্ৰথম গোল করার সঙ্গেসঙ্গেই রোনাল্ডো কেরিয়ারের ৮০৫তম গোল করে ফেলেন। ফ্রেড রোনাল্ডোকে বল বাড়িয়েছিলেন মাঝমাঠে। স্পেস পেয়ে জোরালো বাঁকানো শটে টটেনহ্যাম গোলকিপার হুগো লরিসকে পরাস্ত করে যান। বল টপ কর্নারে আছড়ে পড়ে। সেই সঙ্গে বিকানের রেকর্ড গোলসংখ্যা ছুঁয়ে ফেলেন ৩৭ বছরের পর্তুগিজ সুপারস্টার।
আরও পড়ুন: মোহনবাগানের জার্সিতে ব্যাটে ঝড় তোলেন কোহলি! বিরাটের বাঙালি কোচ এখনও সুখ-স্মৃতিতে ডুবে
৩৮ মিনিটে রোনাল্ডো দ্বিতীয় গোল করেন জ্যাডন স্যাঞ্চ-র পাস থেকে। সেই গোলেই এককভাবে সর্বকালীন গোলদাতার তালিকায় শীর্ষে উঠে যান।
তবে এরপরে রেড ডেভিলসদের বিপদে ফেলে টটেনহ্যাম পরপর দু গোলে ২-২ করে ফেলে। ৮১ মিনিটে রোনাল্ডো কর্ণার থেকে ভেসে আসা বলে হেডে গোল করে যান। হ্যাটট্রিক করে সিআর৭-ই শেষমেশ স্পারদের কফিনে শেষ পেরেক পুঁতে যান। সেই সঙ্গে ক্লাব পর্যায়ে শেষ ১৩ বছরে একটি করে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করেন। এটা রোনাল্ডোর কেরিয়ারের ৫৯তম হ্যাটট্রিক। ২০০৮ সালের পরে ওল্ড ট্র্যাফোর্ডে এটাই প্ৰথম হ্যাটট্রিক পর্তুগিজ মহাতারকার।
একইসঙ্গে রোনাল্ডো (৩৭ বছর ৩৫ দিন) ক্লাব কেরিয়ারে ৪৯তম হ্যাটট্রিক করার পথে আরও এক নজির গড়ে ফেললেন। প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় বয়স্ক ফুটবলার হিসাবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এই তালিকায় তাঁর আগে রয়েছেন টেডি শেরিংহ্যাম (৩৭ বছর ১৪৬ দিন)। ২০০৩-এর অগাস্টে যিনি প্রিমিয়ার লিগের বয়স্কতম হিসাবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।
দলগত হিসাবেও নজির গড়ল রালফ রাগনিকের ম্যান ইউ। ঘরের মাঠে এটাই রেড ডেভিলসদের ৪০০তম প্রিমিয়ার লিগ ম্যাচ জয়। প্রিমিয়ার লিগের ইতিহাসে অন্য কোনও ক্লাবের এই কীর্তি আর নেই। এর মধ্যে ২৩টি ম্যাচেই ম্যান ইউ জিতেছে টটেনহ্যামের বিরুদ্ধে। এই জয়ে ম্যান ইউ আর্সেনালকে দুই পয়েন্টে পিছিয়ে চতুর্থ স্থানে উঠে এল।