/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/03/cristiano-ronaldo.jpg)
সৌদি প্রো লিগে রোনাল্ডোর আল নাসের ০-১ গোলে হেরে বসল আল ইত্তিহাদের কাছে। এতেই মেজাজ হারালেন স্বয়ং পর্তুগিজ তারকা। সৌদি ক্লাবে যোগ দেওয়ার পর প্রো লিগে এই প্ৰথম হার হজম করলেন সিআরসেভেন। সেই সঙ্গে শেষ দুই ম্যাচে গোলের দেখা পেলেন না মহাতারকা।
এতেই ক্ষিপ্ত রোনাল্ডো ম্যাচের পর শিরোনামে উঠে এলেন। শেষ বাঁশি বাজার পরেই হতাশা গ্রাস করে মহাতারকাকে। মাঠ ছেড়ে টানেল দিয়ে ড্রেসিংরুমে যাওয়ার সময় ক্রুদ্ধ রোনাল্ডো গজগজ করতে থাকেন। ভাইরাল হওয়া এক ভিডিওয় ম্যান ইউ, রিয়েল মাদ্রিদের সুপারস্টারকে দেখা গিয়েছে হতাশ হয়ে মাথা নাড়তে।
ক্রুদ্ধ রোনাল্ডোকে স্বান্ত্বনা দিতে এগিয়ে আসেন আল নাসেরের এক সতীর্থ। এতেই রাগ পড়েনি তাঁর। হাত ছুড়ে নিজের হতাশা ব্যক্ত করতে থাকেন তিনি। গোটা দলের সঙ্গে মাঠ ছাড়ার মুখে টাচলাইনের কাছে রোনাল্ডো পৌঁছেই মাঠে পড়ে থাকা জলের বোতলে হতাশায় লাথি মারেন তিনি।
🔴 شاهدوا .. غضب كبير جداً من النجم العالمي #كرستيانو_رونالدو بعد الخسارة من #الاتحاد للمرة الثانية#الاتحاد_النصر#النصر_الاتحادpic.twitter.com/T80sXddLmS
— علاء سعيد (@alaa_saeed88) March 9, 2023
ফেব্রুয়ারিতে ভালো ফর্মে ছিলেন পর্তুগিজ মহানায়ক। চার ম্যাচে আট গোল করে গিয়েছিলেন। মার্চের শুরুতে লিগের সেরা দুই দলের মুখোমুখি সাক্ষাতে তিনি কেমন পারফর্ম করেন, সেদিকে সকলের নজর ছিল। তবে তিনি ম্যাচে মোটেও প্রভাব ফেলতে পারেননি। দলকে জয়ের জন্য উদ্বুদ্ধও করতে ব্যর্থ হন।
বিরতির আগেই গোলের সুযোগ পেয়েছিলেন রোনাল্ডো। তবে তাঁর শট বাঁচিয়ে দেন আল ইত্তিহাদের গোলকিপার মার্সেলো গ্রোহে। যদিও সেই সময়ে তিনি অফসাইড পজিশনে ছিলেন।
Read the full article in ENGLISH