কিয়েভের মাটিতে চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেই স্মৃতিচারণায় চলে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের জার্সিতে ট্রফি জয়ের হ্য়াটট্রিক করেই সাদা জার্সিটা ছেড়ে ফেলার ইঙ্গিত দিলেন দলের পর্তুগিজ মহাতারকা। পরের মরশুমে কি আর স্যান্টিয়াগো বার্নাব্য়ুতে পা পড়বে না ক্লাবের সর্বোচ্চ গোলদাতার ! আশঙ্কা এমনটাই।
কয়েকটা দিন বিশ্রাম নিয়েই সিআর সেভেন বিশ্বকাপ মোডে ঢুকে পরবেন। আপাতত ক্লাব ফুটবল থেকে দূরে থাকবেন তিনি। এখন রোনাল্ডোর সামনে মিশন রাশিয়া। তবে বিশ্বকাপের উড়ান ধরার আগেই বড় ঘোষণা করবেন বলেই জানিয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’আর জয়ী ফুটবলার।
আরও পড়ুন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই সর্বকালের সেরা বাছল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড
ম্যাচ শেষে কী বললেন সিআর সেভেন! যা শুনে স্প্যানিশ মিডিয়া রিয়ালের জার্সিতে এটাই রোনাল্ডোর একপ্রকার ফেয়ারওয়েল ম্যাচ ধরে নিল! টেলিভিশন নেটওয়ার্ক বিইইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন। এখন আনন্দ করার সময়। রিয়ালের ফুটবলারদের ভবিষ্য়ত নিয়ে পরেও কথা বলা যাবে। ইতিহাস লেখার মুহূর্তটা উপভোগ করা উচিত বলেই মন্তব্য তাঁর। রোনাল্ডো বলেছেন, “এখন আমি বিশ্রাম নিতে চাই। তারপর পর্তুগাল দলের সঙ্গে যোগ দেব। কয়েক সপ্তাহের মধ্যেই আমি একটা কথা জানাব। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার অনুভূতি ছিল চমৎকার।”
পৃথিবীর প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জেতার নজির গড়েছেন সিআর সেভেন। রিয়ালের জার্সিতে চারটি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে একটি। সর্বাধিক ১২০টি গোল রয়েছে তাঁর এই টুর্নামেন্টে। এখন প্রশ্ন উঠছে রোনাল্ডো কি রিয়াল ছেড়ে ফের পুরনো ক্লাব ম্যান ইউ-তে ফিরে যাবেন! উত্তর দেবে সময়।