scorecardresearch

সৌদিতে সই করে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো! বিষ্ফোরক মন্তব্যে হাসির খোরাক ‘কুখ্যাত’ সাংবাদিক

সৌদি আরবে সই করে মেসির থেকে নাকি অনেকটাই এগিয়ে গিয়েছেন রোনাল্ডো

সৌদিতে সই করে মেসিকে টেক্কা দিয়েছেন রোনাল্ডো! বিষ্ফোরক মন্তব্যে হাসির খোরাক ‘কুখ্যাত’ সাংবাদিক

রোনাল্ডোর ম্যাঞ্চেস্টার বিদায়ের মূল হোতা ছিলেন ইনি। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে বিষ্ফোরক দেওয়া বিষ্ফোরক সাক্ষাৎকারের পরেই ম্যান ইউয়ের তরফে রোনাল্ডোর সঙ্গে চুক্তি বিচ্ছেদ করা হয়। সেই বিতর্কিত সাংবাদিক পিয়ার্স মর্গ্যান এবার সরাসরি বলে দিলেন, সৌদিতে চুক্তি করে রোনাল্ডো সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছেন প্রতিপক্ষ মেসির থেকে।

মর্গ্যান নিজে এবার ট্যাটলার-কে দেওয়া সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন, “আমাকে দেওয়া সাক্ষাৎকারের ঝামেলায় শাপে বর হয়েছে রোনাল্ডোর জন্য। রোনাল্ডো বিশ্ব ফুটবল ইতিহাসের সেরা চুক্তি করতে সমর্থ হয়েছে সেই জন্যই। ৩৭ বছর বয়সে বিশ্বের সর্বাধিক উপার্জনকারী ফুটবলার।”

আরও পড়ুন: ৩৮৮টি দুষ্প্রাপ্য রত্ন, ১৮ ক্যারাট সোনায় মোড়া রোনাল্ডোর ঘড়ি! দাম জানলে ঘামতে হবে দরদর করে

“গোটা কেরিয়ারে যা করে এসেছে ও সেটাই করে চলেছে। এই কারণেই আমার মনে হয়েছে, মেসিকে পেরিয়ে গিয়েছে ও। যে সময়ে মধ্যপ্রাচ্যের ফুটবল সবে ডানা মেলতে শুরু করেছে, সেই সময়ে ও নতুন একটা দেশে নতুন একটা চ্যালেঞ্জ নিল। যেমনটা আমরা কাতার বিশ্বকাপে দেখলাম। মরক্কো সেমিতে পৌঁছল। আর সৌদি তো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই হারিয়ে দিয়েছিল।”

তিনি আরও বলেছেন, “ম্যাঞ্চেস্টার ইউনাইটেড থেকে মুক্তি পেতে চাইছিল রোনাল্ডো। যেখানে ওঁর ক্রমাগত মনে হচ্ছিল, কোচ, সিনিয়র ক্লাব আধিকারিক, টিম ম্যানেজমেন্টের তরফে প্রতিনিয়ত ওঁকে অপমানিত হতে হচ্ছে।”

রোনাল্ডোর সঙ্গে তাঁর টেক্সট আদান প্রদান হয়ে থাকে। তিনি জানিয়েছেন, “আমার কথা বলে মনে হয়েছে, ও এখনও দু-এক বছর চ্যাম্পিয়ন্স লিগে খেলা শীর্ষ পর্যায়ের কোনও ক্লাবে খেলতে পছন্দ করবে। তবে আল নাসের বড়সড় চুক্তির অফার এল। বিশ্বের নতুন এলাকায় কেরিয়ারের সায়াহ্নে অবিশ্বাস্য এই চ্যালেঞ্জ রোনাল্ডোকে উদ্দীপিত করেছে। ও সৌদিতে গিয়ে খুশি হয়েছে। ওঁর সঙ্গে টেক্সটে বেশ কয়েকবার কথা হয়েছে। মাঠ-মাঠের বাইরে ও দারুণ খুশি।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo edges past lionel messi after saudi arab al nassr contract piers morgan