Advertisment

রাঁধুনি খুঁজে পাচ্ছেন না রোনাল্ডো! কোটি কোটি টাকা বেতন দিতেও রাজি সুপারস্টার

কোটি কোটি টাকা খরচ করতে রাজি হয়েও রাঁধুনি খুঁজে পাচ্ছেন না রোনাল্ডো

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

এতদিন মাদ্রিদে ছিলেন। এবার পাকাপাকিভাবে নিজের দেশ পর্তুগালে থিতু হতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে এতে বড়সড় সমস্যায় পড়েছেন মহাতারকা। ব্যক্তিগত শ্যেফ খুঁজে পাচ্ছেন না তিনি। মাসিক বেতন দেবেন ৪৫০০ পাউন্ড। ভারতীয় মুদ্রায় যাঁর অঙ্ক ৪ লক্ষ ৫২ হাজার ২৯৯ টাকা। তা স্বত্ত্বেও শ্যেফ খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন তিনি।

Advertisment

দ্য মেইল-এর রিপোর্টে বলা হচ্ছে, রোনাল্ডো এবং তাঁর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ এমন একজন ব্যক্তিগত রাঁধুনি খুঁজছেন পর্তুগিজ বিভিন্ন ডিশের সঙ্গেই সুশির মত আন্তর্জাতিক সমস্ত পদ রাঁধতে পারবেন। পর্তুগালে ১৭ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি রয়েছে সিআরসেভেনের। সেখানকার রাঁধুনি খুঁজতে গিয়েই গলদঘর্ম কিংবদন্তি।

আরও পড়ুন: ঘুঁষি মেরে থেঁতলে দেওয়া হল রোনাল্ডোর মুখ! ভয়ঙ্কর কাণ্ডে শিউরে উঠল সবাই, দেখুন ভিডিও

সেই রিপোর্টে বলা হয়েছে, পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা কেরিয়ারের একদম সায়াহ্নে এসে পৌঁছেছেন। খেলা থেকে অবসরের পর পর্তুগালের কুইন্টা ডি মারিনহায় পাকাপাকিভাবে ঘাঁটি গাড়বেন পরিবারের সঙ্গে। সেই জন্য এখন থেকেই অট্টালিকা বানাচ্ছেন দেশে। ৩৭ বছরের তারকা ২০২১-এর সেপ্টেম্বরে এই জমি কেনেন। স্বপ্নের বাড়ি শেষ হতে সময় লেগে যাবে ২০২৩-এর জুন পর্যন্ত।

বর্তমানে সৌদি আরবের আল নাসের ক্লাবে আড়াই বছরের চুক্তিতে সই করেছেন রোনাল্ডো বার্ষিক ৭০০ মিলিয়ন ইউরোয়। বান্ধবী জর্জিনা এবং ছেলে-মেয়েদের নিয়ে সৌদিতেই রয়েছেন সুপারস্টার।

আরও পড়ুন: মেসি-রোনাল্ডো ম্যাচে শাহেনশার সারপ্রাইজ এন্ট্রি! স্বপ্নের ম্যাচে বোধন হল কিংবদন্তি ভারতীয়র হাতেই

আল নাসেরে সই করার পর সৌদির মাটিতে প্ৰথমবার খেলতে নেমেছিলেন পিএসজির বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচে। রিয়াধ অলস্টার একাদশের ক্যাপ্টেন হিসাবে নেমেই জোড়া গোল করেন সুপারস্টার। যদিও ৫-৪ গোলের থ্রিলারে শেষ হাসি হাসেন মেসিরা। পিএসজির হয়ে মেসি তো বটেই গোল পেয়েছেন কিলিয়ান এমবাপেও।

Read the full article in ENGLISH

Saudi Arab saudi arabia Cristiano Ronaldo Cristinao Ronaldo
Advertisment