scorecardresearch

৭ বছরের শয্যাসঙ্গিনী, ৪ সন্তান একত্রে! তা সত্ত্বেও বান্ধবী জর্জিনাকে বিয়ের আগেই ছাড়ছেন রোনাল্ডো

বিয়ে পর্যন্ত গড়াল না লিভ-ইন সম্পর্ক, বিচ্ছেদের পথেই রোনাল্ডো-জর্জিনা

৭ বছরের শয্যাসঙ্গিনী, ৪ সন্তান একত্রে! তা সত্ত্বেও বান্ধবী জর্জিনাকে বিয়ের আগেই ছাড়ছেন রোনাল্ডো

বিয়ের আগেই বান্ধবীর সঙ্গে সম্পর্কচ্ছেদের পথে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সিএমটিভি চ্যানেলে পর্তুগিজ অনুষ্ঠান ‘নোইট দাস এস্ট্রেলাস’ অনুযায়ী, সম্ভবত ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে পার্টনার জর্জিনা রদ্রিগেজের বিচ্ছেদ ঘটতে আসন্ন।

৩৮ বছরের রোনাল্ডো এবং ২৯ বছরের রদ্রিগেজ সাত বছর ধরে একসঙ্গে ছিলেন। মনে করা হচ্ছিল দুজনের সম্পর্কের বাঁধুনি যেন সময় গড়ানোর সঙ্গেসঙ্গে আরও মজবুত হয়ে উঠছে। নেটফ্লিক্স সিরিজ ‘সে জর্জিনা’-তে তাঁদের এই সম্পর্কই তুলে ধরা হয়েছে।

“আমি কয়েক মাস ধরে বলছি, ওঁদের মধ্যে সবকিছু ঠিকঠাক নেই। সম্ভবত ওঁরা আলাদা হয়ে যাচ্ছে। বাস্তব হল, CR7 জর্জিনার প্রতি ভীষণভাবেই বিরক্ত। এটাই ঘটনা। আমার পূর্বাভাস ওঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াবে না।” সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্টো সসি অনুষ্ঠানে এমনটাই বলে দিয়েছিলেন।

‘নোইট দাস এস্ট্রেলাস’ অনুষ্ঠানে মনোবিজ্ঞানী কুইন্টিনো অ্যারিসও ছিলেন। যিনি সাম্প্রতিক সপ্তাহে বিভিন্ন ইভেন্টে সেলেব দম্পতির মনোভাব, আচরণ বিশ্লেষণ করেছেন পুঙ্খানুপুঙ্খভাবে। এবং এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সকলকে।

তাঁর বক্তব্য, “রোনাল্ডোর সাম্প্রতিক আচরণ দুটি বিষয় তুলে ধরে: তাঁর ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে সুখ নেই।নিজের মা, ডোলোরেস অ্যাভেইরোর থেকে দূরে রাখেন, ততই তিনি কম রাগ প্রদর্শন করেন। আমরা সকলেই বুঝতে পারছি, কেন ও নিজের পরিবারের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।”

সেই অনুষ্ঠানেই অন্য এক সাংবাদিক ড্যানিয়েল নাসিমেন্তো যোগ করছেন: “রোনাল্ডো খুশি নন। জর্জিনা রিয়াদের একটি শপিং সেন্টারে সময় কাটান, একা একা। এটা রোনাল্ডোর বিরক্তি উদ্রেক করার অন্যতম কারণ। জর্জিনা খরচের পর খরচ করে চলেন। এবং সবচেয়ে খারাপ বিষয় হল, জর্জিনা মনে করেন তিনি রোনাল্ডোর পর্যায়ের সেলেব্রিটি। তাঁকে ব্যবহার করছে জর্জিনা, এটা উপলব্ধি করার পরেই রোনাল্ডো বিরক্তি চরমে পৌঁছেছে।”

তবে ক্রিশ্চিয়ানোর ঘনিষ্ঠ বন্ধু ফিলিপা কাস্ত্রো সেলেব দম্পতির পক্ষেই দাঁড়িয়েছেন। তাঁর বক্তব্য, “আমি ১০০ শতাংশ কনফার্ম। ওঁরা আগের মতই ভালো রয়েছে। যা রটছে তা শুধুমাত্র মনগড়া কাহিনী, পরচর্চা। যারা জিওকে (রদ্রিগেজ) সহ্য করতে পারে না তাঁরাই এমন গুজব ছড়াচ্ছে। ওঁরা এমন এক দম্পতি যাঁরা দান-ধ্যান করতে বরাবর ভালোবাসে।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo georgina rodriguez set to break up marriage