/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/04/messi-ronaldo.jpg)
বিতর্কিত কাণ্ড রোনাল্ডোর। ছবি: টুইটার।
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো মানেই বিতর্ক। সৌদিতে গিয়েও সেই বিতর্কের রেশ কমার ইঙ্গিত নেই। এবার বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন পর্তুগিজ সুপারস্টার। মঙ্গলবার রাতে আল হিলালের বিপক্ষে ০-২ গোলে হেরে যায় আল নাসের। তারপরেই দলের সমর্থকদের পুরুষাঙ্গ দেখান সিআরসেভেন। বিতর্কিতভাবে। দলের হারের পরের ক্ষিপ্ত সমর্থকরা রোনাল্ডোকে রাগিয়ে দিতে 'মেসি, মেসি' ধ্বনি তোলেন। তারপরেই রোনাল্ডো অশালীন আচরণ করে বসেন।
হারের পর রোনাল্ডো যখন ডাগ আউটের দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সময়েই আল হিলাল সমর্থকরা আল নাসেরের মহাতারকাকে উদ্দেশ্য করার মেসি ধ্বনি তোলার সঙ্গেই বিখ্যাত আর্জেন্টাইনের শার্ট ওড়াতে থাকেন। ঠিক টানেলে প্রবেশের মুখে রোনাল্ডোকে দেখা যায় নিজের পুরুষাঙ্গ এলাকায় নিজের হাত বোলাতে। এরপরেই সেই ভিডিও ঝড় তুলে দেন।
Cristiano Ronaldo makes obscene gesture to Al-Hilal fans after leaving the field defeated and under the cries of "Messi, Messi, Messi" 😮
📽️ @wtrx5pic.twitter.com/xnsyCsfPOQ— VAR Tático (@vartatico) April 18, 2023
🔴🔴🔴 .. إن لم يصدر قرار عاجل يبعد هذا المتغطرس ويحمي ابناءنا من هذه القذارة فعلى الدنيا .. السلام ..!!
#الهلال_النصرpic.twitter.com/PZVrkP1wnk— خالد بن عبدالله (@khalidalsahli6) April 18, 2023
এই প্ৰথমবার সৌদিতে গিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মেসির নামে বিদ্রুপ শুনলেন না। প্রচারমাধ্যমে বলা হচ্ছে, রোনাল্ডোর ব্যবহার আল নাসের ড্রেসিংরুমে অশান্তির ঢেউ তুলেছে। এমনকি কোচ রুডি গার্সিয়াও এই কারণেই ক্লাব ছেড়েছেন।
Read the full article in ENGLISH