ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি’অরের জন্য় ৩০ জন ফুটবলারের নাম মনোনীত করল। পাঁচবারের ও শেষ দু’বারের চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন তালিকায়। পর্তুগালের অধিনায়ক ছাড়াও আর্জেন্তিনার ক্যাপ্টেন লিওনেল মেসি রয়েছেন তালিকায়।
শেষ তিনবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল মাদ্রিদেরই আট জন ফুটবলার রয়েছেন এই তালিকায়। এর মধ্যে রয়েছেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ ও ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল। এই মডরিচের কাছেই এবার রোনাল্ডোকে উয়েফার বর্ষসেরা ও ফিফা দ্য বেস্ট পুরস্কার হাতছাড়া করতে হয়েছে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের পল পোগবা, এন’গোলো কান্তে, আঁতোয়া গ্রিজম্যান, কিলিয়ান এমবাপে, রাফায়েল ভারান ও হুগো লরিস মনোনীত হয়েছেন এবার।
আরও পড়ুন: রোনাল্ডোকে হারিয়ে ‘দ্য বেস্ট’ হলেন মডরিচ
আগামী ৩ ডিসেম্বর প্যারিসে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে ঘোষণা করা হবে ব্যালন ডি’অর জয়ীর নাম। ১৯৫৬ সাল থেকে এই পুরস্কার দেওয়া হয়। এবছর প্রথম মহিলা ফুটবলারদেরও ব্যালন ডি’অরের জন্য় মনোনীত করা হয়েছে। ২০১০-১৫ পর্যন্ত ফিফার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ব্যালন ডি’অর। তখন বলা হত ফিফা ব্যালন ডি’অর। কিন্তু ২০১৬ থেকে ফিফা ও ব্যালন ডি’অর আলাদা ভাবে বর্ষসেরা ফুটবলারকে পুরস্কৃত করে।
???? We have our 30 nominees for the 2018 Ballon d'Or France Football! #ballondor pic.twitter.com/M01sH5gspj
— #ballondor (@francefootball) October 8, 2018
দেখে নেওয়া যাক ৩০ জন মনোনীত ফুটবলারের নাম:
সের্জিও আগুয়েরো (আর্জেন্তিনা, ম্যাঞ্চেস্টার সিটি)
অ্যালিসন বেকার (ব্রাজিল, লিভারপুল)
গ্যারেথ বেল (ওয়েলস, রিয়াল মাদ্রিদ)
করিম বেঞ্জিমা (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
এডিসন কাভানি (উরুগুয়ে, প্যারিস সাঁ জাঁ)
টিবো কর্টোয়া (বেলজিয়াম, রিয়াল মাদ্রিদ)
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল, জুভেন্তাস)
কেভিন ডে ব্রুইন (বেলজিয়াম, ম্যাঞ্চেস্টার সিটি)
রবার্তো ফার্মিনো (ব্রাজিল, লিভারপুল)
দিয়েগো গডিন (উরুগুয়ে, অ্যাটলেটিকো মাদ্রিদ)
আঁতোয়া গ্রিজম্যান (ফ্রান্স, অ্যাটলেটিকো মাদ্রিদ)
ইডেন অ্যাজার (বেলজিয়াম, চেলসি)
ইস্কো (স্পেন, রিয়াল মাদ্রিদ)
হ্য়ারি কেন (ইংল্যান্ড, টটেনহ্যাম)
এন’গোলো কান্তে (ফ্রান্স, চেলসি)
হুগো লরিস (ফ্রান্স, টটেনহ্যাম)
মারিও মান্দজুকিচ (ক্রোয়েশিয়া, জুভেন্তাস)
সাদিও মানে (সেনেগাল, লিভারপুল)
মার্সেলো (ব্রাজিল, রিয়াল মাদ্রিদ)
কিলিয়ান এমবাপে (ফ্রান্স, পিএসজি)
লিওনেল মেসি (আর্জেন্তিনা, বার্সেলোনা)
লুকা মডরিচ (ক্রোয়েশিয়া, রিয়াল মাদ্রিদ)
নেইমার (ব্রাজিল, পিএসজি)
জান ওবলাক (স্লোভানিয়া, অ্যাটলেটিকো মাদ্রিদ)
পল পোগবা (ফ্রান্স, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
ইভান রাকিটিচ (ক্রোয়েশিয়া, বার্সেলোনা)
সের্জিও র্যাকিটিচ (স্পেন, রিয়াল মাদ্রিদ)
মহম্মদ সালাহ (মিশর, লিভারপুল)
লুইস সুয়ারেজ (উরুগুয়ে, বার্সেলোনা)
রাফায়েল ভারান (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)