scorecardresearch

মুখ থেকে গলগল রক্ত! ভয়ঙ্কর রোনাল্ডো তবু মাঠে ম্যাজিক দেখালেন, দেখুন ভিডিও

একপেশে ম্যাচে প্রথমার্ধে রক্তাক্ত হতে হল রোনাল্ডোকে। শেষমেশ মহাতারকার পা থেকে একটা এসিস্ট বেরোল ম্যাচে।

মুখ থেকে গলগল রক্ত! ভয়ঙ্কর রোনাল্ডো তবু মাঠে ম্যাজিক দেখালেন, দেখুন ভিডিও

শনিবার উয়েফা নেশনস লিগের ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে নিজের দেশ পর্তুগালের জার্সিতে নেমেছিলেন। সেই ম্যাচে ভয়ঙ্করভাবে রক্তাক্ত হতে হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। চেক গোলরক্ষক টমাস ভাকলিকের সঙ্গে সংঘর্ষে মাঠেই রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন সুপারস্টার।

তবে রক্ত ঝড়লেও মাঠ ছাড়েননি তিনি। দলের ৪-০ জয় নিশ্চিত করেই ড্রেসিংরুমে ফিরেছেন তিনি। একপেশে ম্যাচ জিতে পর্তুগাল আপাতত টুর্নামেন্টের প্লে অফে যোগ্যতা অর্জনের পথে একধাপ এগিয়ে গেল।

ম্যাচের ১২ মিনিটের মধ্যে আহত হতে হয় সিআরসেভেন-কে। উড়ে আসা বল রিচ করতে গিয়ে লাফিয়েছিলেন মহাতারকা। অন্যদিকে চেক গোলরক্ষক বল নিরাপদে রাখার তাড়নায় রোনাল্ডোর সঙ্গে ভয়ংকর ধাক্কায় জড়িয়ে পড়েন তারকা। এর পরেই মুখ থেকে ঝরঝর করে রক্ত বেরোতে দেখা যায় তারকার।

এই ইনজুরি উপেক্ষা করেই রোনাল্ডো ম্যাচে দারুণভাবে কামব্যাক করেন। শেষ গোলের ক্ষেত্রে রোনাল্ডো দিয়েগো জোটাকে এসিস্ট করে যান।

রোনাল্ডো গোল না পেলেও দিয়েগো ডালত জোড়া গোল করলেন পর্তুগালের হয়ে। একটি করে গোল ব্রুনো ফার্নান্দেজ এবং দিয়েগো জোটার।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Cristiano ronaldo left bloodied in uefa nations league match during portugal vs czech republic